Sunday, May 4, 2025

আরজি কর-কাণ্ডে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের ওয়েবসাইট উধাও, তোপ তৃণমূলের

Date:

আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে যে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, সেই ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’ (ডব্লিউবিজেডিএফ)-এর ওয়েবসাইটটি হঠাৎ কাজ করা বন্ধ করে দিয়েছে!  এই খবর প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। যদিও ডব্লিউবিজেডিএফ-এর তরফে এই ঘটনার ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করা হয়েছে।।ডব্লিউবিজেডিএফ-এর ওয়েবসাইট www.wbjdf.com আপাতত আর খুলছে না। এই ঘটনা সামনে আসতেই নানা মহলে প্রশ্ন উঠেছে, আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তাদের ওয়েবসাইটটি কি বন্ধ করে দিলেন?

এই ঘটনা পুলিশেরও নজর এড়ায়নি। এমনকী, তারা ইতিমধ্যেই এ নিয়ে খোঁজখবর করতে শুরু করেছে। এই প্রসঙ্গে চিকিৎসক অনিকেত বলেন, বিধাননগর পুলিশ একটি নোটিশ পাঠিয়ে জানতে চায়, কেন ওয়েবসাইট হঠাৎ বন্ধ করা হয়েছে? পুলিশকে সেই নোটিশের জবাবও দেওয়া হয়েছে। তাদের জানানো হয়েছে, আমাদের কাজ চলছে। টেকনিক্যাল টিম বিষয়টি দেখছে। মেরামতির কাজ চলছে। ওয়েবসাইট বন্ধ হয়নি।

ওয়েবসাইট বন্ধ হওয়া নিয়ে নির্দিষ্ট কয়েকটি প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।তিনি বলেন, নির্যাতিতার আবেগ ব্যবহার করে প্রচুর টাকা তুলেছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। সেই টাকা গেল কোথায়? আইনজীবীরা বলছেন, তারা কেউ পয়সা নিয়ে মামলা লড়েননি। আবার অন্যদিকে বলা হচ্ছে, আইনি প্রক্রিয়ায় পয়সা খরচ হচ্ছে। দু’টো কী করে একসঙ্গে হতে পারে? তার আরও প্রশ্ন, কী করে ওঁদের অ্যাকাউন্ট থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অ্যাকাউন্টে টাকা গেল? এই প্রশ্ন যখন উঠছে, তখন দেখা গেল ওয়েবসাইট উধাও।

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version