Saturday, November 8, 2025

মুম্বই ক্রিকেটে নক্ষত্রপতন , প্রয়াত প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে

Date:

মুম্বই ক্রিকেটে নক্ষত্রপতন ঘটল বুধবার। প্রয়াত হলেন মুম্বই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিলিন্দ রেগে। কিংবদন্তি সুনীল গাভাসকরের অত্যন্ত কাছের বন্ধু হিসেবে পরিচিত ছিলেন তিনি। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের ঘরোয়া ক্রিকেটের অতি পরিচিত মুখ মিলিন্দ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। স্বাভাবিকভাবেই প্রাক্তন ক্রিকেটারের প্রয়াণে শোকের ছায়া মুম্বই তথা ভারতীয় ক্রিকেটমহলে। মিলিন্দ রেগে রেখে গেলেন স্ত্রী ও দুই সন্তানকে।

খেলা ছাড়ার পরে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়ে ছিলেন মিলিন্দ রেগে। ১৯৮৮ সালে সচিন তেন্ডুকর মুম্বইয়ের রঞ্জি দলে ঢোকার সময় মিলিন্দ ছিলেন এমসিএ-র অন্যতম নির্বাচক। অজিঙ্কা রাহানের নেতত্বে মুম্বই ক্রিকট দল এই মুহূর্তে নাগপুরে বিদর্ভের বিরুদ্ধে রঞ্জির সেমিফাইনাল খেলতে ব্যস্ত। তৃতীয় দিনের খেলা শুরুর আগে মুম্বই ও বিদর্ভ উভয় দলের ক্রিকেটাররা এক মিনিট নীরবতা পালন করেন। মুম্বইয়ের ক্রিকেটাররা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামেন।

মিলিন্দ রেগে ১৯৬৬ থেকে ১৯৭৮ সালের মধ্যে মোট ৫২টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছেন। ৭০টি ইনিংসে ব্যাট করে তিনি সংগ্রহ করেন সাকুল্যে ১৫৩২ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৬৭ রানের। তিনি ৪৮টি ক্যাচ ধরেন। এই ডানহাতি অফ-স্পিনার ফার্স্ট ক্লাস ক্রিকেটে সাকুল্যে ১২৬টি উইকেট সংগ্রহ করেন। ৩ বার ইনিংসে ৫ উইকেট নেন মিলিন্দ। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পারকফর্ম্যান্স ৮৪ রানে ৬ উইকেট।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version