Saturday, November 15, 2025

ভাষা দিবসে শ্রদ্ধা “বাংলায় গান গাই“-এর স্রষ্টাকে, প্রতুলের নামে রাস্তা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন “আমি বাংলায় গান গাই“-এর স্রষ্টা বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় (Pratul Mukharjee)। শুক্রবার, বিকেলে দেশপ্রিয় পার্কের ‘অমর একুশে’ মঞ্চে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চে দিনটি তাঁকেই উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতুলের স্ত্রী শর্বাণী মুখোপাধ্যায়কে আগলে নিজের পাশে বসান মুখ্যমন্ত্রী। ঘোষণা করেন ল্যান্সডাউন প্লেসের নাম হল প্রতুল মুখার্জি সরণি।

অনুষ্ঠানের শুরুতেই প্রতুল মুখোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশে নীরবতা পালন করা হয়। এরপরে তাঁর বিখ্যাত ও জনপ্রিয় গান “আমি বাংলায় গান গাই“ গেয়েছেন প্রিন্সিপল সেক্রেটারি বিবেক কুমার। বলতে উঠে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে প্রতুলের সম্পর্কে কথা বলেন। জানান, মৃত্যুর ৪৮ ঘণ্টা আগেও সঙ্গীতশিল্পীকে দেখতে গিয়েছিলেন। মমতা (Mamata Banerjee) বলেন,  “প্রতুলদা চলে গেলেন, ‘আমি বাংলায় গান গাই’ রয়ে গেল!” তাঁর প্রয়াণের ৪৮ ঘণ্টা আগে এসএসকেএমের আইসিইউতে তাঁকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।” সেই দিনের কথা স্মরণ করে মমতা বলেন, “ওটাই আমার সঙ্গে প্রতুলদার শেষ দেখা। আমাকে দেখে চোখ খুলে তাকালেন। ইশারায় বুঝিয়ে দিলেন, দিন ফুরিয়ে এসেছে। আমি বললাম সুস্থ হয়ে উঠুন। আপনাকে আবার গান গাইতে হবে। তিনিও বুঝিয়ে দিলেন আর গাইতে পারবেন না। তবু আমার ক্ষীণ আশা ছিল, উনি হয়ত সুস্থ হবেন। তারপরেই ওনার প্রেশার কমতে শুরু করে। ডাক্তার জানালেন ওনার একটা ট্রমা কাজ করছে। এটাই আমার সঙ্গে ওনার শেষ কথা। পার্থিবজগতে উনি না থাকলেও আমাদের হৃদয়ে তিনি চিরজীবন থাকবেন।”

মঞ্চে প্রয়াত সঙ্গীতকারের ছবি রেখে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী, প্রতুলের স্ত্রী-সহ বিশিষ্টরা। মঞ্চে সদ্য দীর্ঘদিনের সঙ্গীকে হারনো সর্বাণী মুখোপাধ্যায়কে পরম মমতায় জড়িয়ে থাকেন মমতা।

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version