মেঘ সরিয়ে সকাল থেকে হালকা রোদের দেখা মিলেছে। কলকাতাসহ (Kolkata) সংলগ্ন শহরতলীতে আপাতত বৃষ্টির দুর্যোগ কম। শুক্রবার মোটামুটি সুস্থ থাকবে আবহাওয়া। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও নদিয়া।

পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় বসন্তে অকাল বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে ভাষা দিবসে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।দার্জিলিং ও কালিম্পঙে তুষারপাত হতে পারে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১ ডিগ্রির আশে পাশে থাকবে।

–

–

–

–

–

–

–

–

–