Tuesday, November 11, 2025

লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লাহোরে ম্যাচ চলছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আর কিনা জাতীয় সঙ্গীত বেজে উঠল ভারতের। শনিবার পাকিস্তানের মাটিতে বেজে উঠল ভারতের জাতীয় সঙ্গীত। এদিন এমনটাই হল চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে। যা শুনেই চিৎকার করে ওঠেন দর্শকেরা। কয়েক সেকেন্ড পরেই তা বন্ধ করে দেওয়া হয়। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে না। সেই কারণে টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে।

এদিন চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী, যে কোনও টুর্নামেন্টে ম্যাচ শুরুর আগে অংশগ্রহণকারী দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শনিবার সেই মত লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে বেজে ওঠে ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত। এরপর জাতীয় সঙ্গীতের জন্য অপেক্ষা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আর সেই সময় বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেই ভিডিও ভাইরাল , তাতে দেখা যাচ্ছে, হঠাৎই বেজে ওঠে ভারতের জাতীয় সঙ্গীত। যেখানে ‘ভাগ্যবিধাতা’ কথাটি স্পষ্ট শোনা যায়। তা শুনেই চিৎকার শুরু হয় মাঠে। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরাও হতবাক হয়ে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য তা বন্ধ করে দেওয়া হয়। তারপরে অবশ্য অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত শুরু হয়। কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে গেলেও অন্য দেশের জাতীয় সঙ্গীত বাজার সেই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল ।

আরও পড়ুন- আগামিকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-পাক, অ্যাডভান্টেজ পাকিস্তানের, মত যুবরাজের

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version