Friday, December 19, 2025

ঘর থেকে উদ্ধার আমলা-সহ তিনজনের দেহ! আত্মহত্যা না খুন, চাঞ্চল্য কেরলে 

Date:

Share post:

কলকাতার ট্যাংরা কাণ্ডের ছায়া কি এবার রাজ্যের বাইরেও? কেরলের (Kerala) সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার আমলা-সহ তিনজনের মৃতদেহ। সকলেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান, যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। বিজয়নের রাজ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত আমলার নাম মণীশ বিজয় (Manish Vijayan) । তিনি এক্সসাইজ এবং জিএসটির অ্যাডিশনাল কমিশনার (Additional commissioner of GST Department) পদে ছিলেন বলে জানা যায়। ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে পরিবার নিয়ে কেরলেই থাকছিলেন। সহকর্মীরা জানিয়েছেন ওই আধিকারিক চার দিন ধরে ছুটিতে ছিলেন। কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি অফিসে আসছিলেন না। তাঁর খোঁজ নিতে বাড়ি যেতেই বন্ধ দরজা থেকে বোঁটকা গন্ধ বেরনোয় সন্দেহ বাড়ে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করেছে। মণীশ এবং তাঁর বোন শালিনীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তাঁদের মায়ের দেহ বিছানায় শোয়ানো ছিল। বৃদ্ধার দেহ যেভাবে সাদা চাদরে ঢেকে পাশে ফুল ছড়ানো ছিল তাতে অনুমান নিজের সন্তানদের হাতেই খুন হতে হয়েছে তাঁকে। মণীশের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেখানে মৃত্যুর খবর বিদেশি আত্মীয়দের জানানোর কথা লেখা আছে। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শালিনী ঝাড়খান্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ডেপুটি কালেক্টারের চাকরি করার সময় তাঁর ব়্যাঙ্ককে চ্যালেঞ্জ জানানো হয়। পরবর্তীতে তিনি চাকরিও হারান। কোর্টে সেই সংক্রান্ত মামলা চলছে। সেই কারণেই কি চরম সিদ্ধান্ত? পাশাপাশি মণীশের কোনও মানসিক অবসাদ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...