Thursday, August 21, 2025

ঘর থেকে উদ্ধার আমলা-সহ তিনজনের দেহ! আত্মহত্যা না খুন, চাঞ্চল্য কেরলে 

Date:

Share post:

কলকাতার ট্যাংরা কাণ্ডের ছায়া কি এবার রাজ্যের বাইরেও? কেরলের (Kerala) সরকারি আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার আমলা-সহ তিনজনের মৃতদেহ। সকলেই আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান, যদিও ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। বিজয়নের রাজ্যে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃত আমলার নাম মণীশ বিজয় (Manish Vijayan) । তিনি এক্সসাইজ এবং জিএসটির অ্যাডিশনাল কমিশনার (Additional commissioner of GST Department) পদে ছিলেন বলে জানা যায়। ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও তিনি কর্মসূত্রে পরিবার নিয়ে কেরলেই থাকছিলেন। সহকর্মীরা জানিয়েছেন ওই আধিকারিক চার দিন ধরে ছুটিতে ছিলেন। কিন্তু সেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি অফিসে আসছিলেন না। তাঁর খোঁজ নিতে বাড়ি যেতেই বন্ধ দরজা থেকে বোঁটকা গন্ধ বেরনোয় সন্দেহ বাড়ে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করেছে। মণীশ এবং তাঁর বোন শালিনীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এবং তাঁদের মায়ের দেহ বিছানায় শোয়ানো ছিল। বৃদ্ধার দেহ যেভাবে সাদা চাদরে ঢেকে পাশে ফুল ছড়ানো ছিল তাতে অনুমান নিজের সন্তানদের হাতেই খুন হতে হয়েছে তাঁকে। মণীশের ঘর থেকে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। সেখানে মৃত্যুর খবর বিদেশি আত্মীয়দের জানানোর কথা লেখা আছে। মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, শালিনী ঝাড়খান্ড পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে ডেপুটি কালেক্টারের চাকরি করার সময় তাঁর ব়্যাঙ্ককে চ্যালেঞ্জ জানানো হয়। পরবর্তীতে তিনি চাকরিও হারান। কোর্টে সেই সংক্রান্ত মামলা চলছে। সেই কারণেই কি চরম সিদ্ধান্ত? পাশাপাশি মণীশের কোনও মানসিক অবসাদ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...