Tuesday, November 4, 2025

প্রাক্তন প্রেমিকার নতুন সম্পর্ক, প্রতিশোধ নিতে যুবতীকে অপহরণ করে গণধর্ষণ!

Date:

প্রেমের সম্পর্কে চিড় ধরেছে মাস কয়েক আগে।সম্পর্ক ভাঙা মন থেকে মেনে নিতে পারেননি যুবক। এই পরিস্থিতিতে যুবক জানতে পারেন যে, প্রাক্তন প্রেমিকা অন্য এক পুরুষের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। সেই কথা জানার পর প্রাক্তন প্রেমিকার প্রতি ওই যুবকের রাগ আরও বাড়ে।তিনি প্রতিশোধ নেওয়ার ছক কষেন। আর সেই কারণে প্রাক্তন প্রেমিকার ভাইকে প্রথমে অপহরণ করেন তিনি। তারপর প্রাক্তন প্রেমিকাকে ফোন করে অপহরণের কথা জানান। তারপর ভাইকে ছাড়ার জন্য যুবতীকে একটি নির্দিষ্ট জায়গায় আসতে বলেন। সেখানে যুবতী হাজির হলে, বন্ধুদের সঙ্গে নিয়ে তাকে গণধর্ষণ করেন ওই যুবক। পুলিশে, অভিযোগ দায়ের হলেও এখনও অভিযুক্ত ছ’জনকে গ্রেফতার করা যায়নি।মহারাষ্ট্রের(maharashtra) ভিওয়ান্ডি-র এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২২ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে। দু’টি জায়গায় যুবতীকে নির্যাতন করা হয়। গত বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবকের সঙ্গে নির্যাতিতার প্রথমে বচসা হয়। এইসময় যুবক প্রাক্তন প্রেমিকাকে মারধরও করেন বলে অভিযোগ। বাধা দিতে গেলে নির্যাতিতার ভাইকেও মারা হয়। উত্তপ্ত ওই পরিস্থিতির মাঝেই যুবতীকে একটি স্কুটারে চাপিয়ে জোর করে নগাঁওয়ের স্থানীয় এক স্কুলের পিছনের ঝোপে নিয়ে যান অভিযুক্ত। যুবকের সঙ্গে তার আরও পাঁচ বন্ধু ছিল। অভিযোগ, সেই ঝোপের মধ্যেই ওই যুবতীকে ৬ জন মিলে গণধর্ষণ করে। পরে আবার একটি পিকআপ ভ্যানে চাপিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে জানিয়েছেন নির্যাতিতা।

মোট ছ’জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের মধ্যে চার জনের বিরুদ্ধে অপহরণ এবং গণধর্ষণের মামলা দায়ের হয়েছে। বাকি দু’জনের বিরুদ্ধে শুধু অপহরণের মামলা দায়ের করেছে পুলিশ।ঘটনার তদন্ত শুরু হয়েছে।কাউকেই এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

Related articles

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...

যুদ্ধবিধ্বস্ত সুদানে বন্দি ওড়িশার শ্রমিক, মস্করা করে ভিডিও প্রকাশ!

পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন পরিবারের প্রতিপালনের জন্য। কিন্তু সেখানে গিয়ে যে রাষ্ট্রবিরোধী আন্দোলনকারীদের হাতে পণবন্দি (hostage)...
Exit mobile version