Thursday, August 21, 2025

ফের আইএসএল-এ দাপট মোহনবাগানের, দ্বিতীয়বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন সবুজ-মেরুন, বাগানের হোয় গোল পেত্রাতোসের

Date:

Share post:

শেষ মুহূর্তে পেত্রাতোসই লিগ শিল্ড জেতাল মোহনবাগান সুপার জায়েন্টকে। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারাল জোসে মলিনার দল। এদিন মোলিনার বুদ্ধি করে আক্রমণের ঝাঁজ না কমিয়ে তা চালিয়ে যাওয়ার স্ট্র্যাটেজিতেই বাজিমাত। দমবন্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে এল যুবভারতী। গর্জনে ফেটে পড়ল মোহন জনতা। ফের ভারতসেরা সবুজ-মেরুন ।

প্রথমার্ধেই ওড়িশার গোলে বার কয়েক হানা। মনবীরের একটা শট, জেমি ম্যাকলরেনের পেনাল্টির আবেদন, আর রহিম আলি ও লিস্টন কোলাসোর ব্যক্তিগত লড়াই। এর সঙ্গে ওড়িশার ডিফেন্সের ফাঁকফোকড় খোঁজার চেষ্টা চালালেও চ্যাম্পিয়নের মতো খেলতে পারছিল না মোহনবাগান সুপার জায়েন্ট।

দ্বিতীয়ার্ধেও আক্রমণে ঝাঁজ বাড়েনি ওড়িশার। আসলে আক্রমণ বারবার শেষ হয়েছে শুভাশিসদের পায়ে। যেন ড্র করতে নেমেছিল ওড়িশা। কারণ শিল্ড থেকে এক ম্যাচ জয় দূরে থাকা মোহনবাগানকে আটকানো যে আরও কঠিন তা সকলেই জানেন। এদিন যুবভারতীতে উৎসবের সমস্ত পরিকল্পনা তৈরিই ছিল। কেউ এসেছিলেন শিল্ডের প্রতিকৃতি নিয়ে।

৫৯ মিনিটে ক্ষমার অযোগ্য মিস করেন মনবীর। গ্রেগ স্টুয়ার্টের পাস থেকে ফাঁকায় পেনাল্টি বক্সের মধ্যে বল পেয়েও গোলে শট রাখতে পারেননি। ৬৩ মিনিটে সুযোগ পেয়ে গিয়েছিলেন মোর্তাজা ফল। বিশাল কাইত তা বাঁচান। সেই কিছুটা সময় সবুজ-মেরুন ডিফেন্সকে একটু নার্ভাস লেগেছে। বিশাল কাইত কেন এ মরসুমের সেরা গোলকিপার তা আরও একবার বোঝালেন। হুগো বুমোসের দুটো শট বাঁচিয়ে।

দ্বিতীয়ার্ধে আরও বেশি হতাশা ঘিরে ধরতে থাকে মোহনবাগানকে। উপায় না দেখে ক্রাইসিস ম্যানেজার দিমিত্রি পেত্রাতোসকে নামাতে হয় মলিনাকে। একসঙ্গে তিন ফুটবলার বদল করে তারা। দীপকের জায়গায় অনিরুদ্ধ থাপা। আশিস রাইয়ের জায়গায় দীপেন্দু আর পেত্রাতোস আসেন টমের জায়গায়। ডিফেন্ডার তুলে আরও এক স্ট্রাইকার বাড়ান মোহনবাগান কোচ। তবুও ম্যাকলরেনদের গোল মিসের কারণে গোলমুখ খুলছিল না। পেত্রাতোস নেমেই একটা দারুণ শট নেন। দক্ষতার সঙ্গে বাঁচান অমরিন্দর। ৬০,০০০ ভরা যুবভারতী গর্জে ওঠে।

৮৩ মিনিটে পেনাল্টির আবেদন করেও পায়নি মোহনবাগান। তবে হরিশ কুন্ডু ফলকে ফাউলের জন্য সরাসরি লাল কার্ড দেখান। কারণ, পেনাল্টি বক্সের বাইরে হলেও, গোলমুখী আক্রমণে বাধা দিয়েছেন তিনি। তবে পেত্রাতোসের ফ্রিকিক ওয়ালে লেগেই ফেরে। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দিমি ম্যাজিক । পেত্রাতোস কিছুটা দূর থেকেই পাস পেয়ে হঠাৎই শট করেন। তিনি যে গোল লক্ষ্য করে ওভাবে শট করবেন তা বোধহয় কেউই ভাবতে পারেননি। বুঝতে পারেননি অমরিন্দরও। একেবারে দ্বিতীয় পোস্টের কোণা ঘেষে বল ঢুকে যায় গোলে। আর এর সুবাদে ১-০ গোলে জয় মোহনবাগানের ।

আরও পড়ুন- সেবাশ্রয়ের ৫২ তম দিন: আর্তদের ব্যথা ‘শুনতে’ বজবজে অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...