Wednesday, August 27, 2025

জীবনতলায় কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Date:

জীবনতলায় কার্তুজ-কাণ্ডে এবার হাসনাবাদ থেকে উদ্ধার আরও একটি আগ্নেয়াস্ত্র।সোমবার এসটিএফ একটি দু ব্যারেলের বন্দুক উদ্ধার করে। এই নিয়ে এই কার্তুজ-কাণ্ডে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। হাসনাবাদে মাছের ভেড়ি থেকে এই অস্ত্র উদ্ধার করে এসটিএফ(stf)। ধৃত আব্দুল সেলিম গাজি ওরফে বাবলুর কাছে ছিল এই অস্ত্র। তাকে জেরা করে এই অস্ত্রের খোঁজ পাওয়া যায় বলে এসটিএফ সূত্রে জানা গিয়েছে।

কয়েকদিন আগে জীবনতলা(jibantala) থানার ঈশ্বরীপুর এলাকায় তল্লাশি চালিয়ে বন্দুক ও কার্তুজ উদ্ধার করে বেঙ্গল এসটিএফ। এলাকায় মাছের করবারের সঙ্গে যুক্ত অভিযুক্ত। ধৃতের নাম রশিদ মোল্লা। তাকে জীবনতলা থানার ঈশ্বরীপুর উজিরের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এসটিএফ সূত্রে জানানো হয়, এলাকায় মাছের কারবার করে অভিযুক্ত। ভেড়িতে মাছ চাষ করে। ধৃতের ছেলেও বেশ কয়েক বছর আগে ভাঙড় এলাকা থেকে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিল ।

রশিদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন হাসনাবাদের বাসিন্দা বছর চল্লিশের আশিক ইকবাল গাজি, দক্ষিণ ২৪ পরগনার বছর একাত্তরের বাসিন্দা হাজি রশিদ মোল্লা, পঁয়তাল্লিশ বছরের আবদুল সেলিম গাজি ও শান্তিপুরের জয়ন্ত দত্ত। এদের মধ্যে আবার জয়ন্ত কলকাতার বুকে অস্ত্র বিপণন দোকানের কর্মচারী বলে জানা গিয়েছে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version