Thursday, January 1, 2026

প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, শোকের ছায়া ক্রীড়া জগৎ-এ

Date:

Share post:

ফের ক্রীড়া জগত-এ শোকের ছাঁয়া। প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতী ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন ভারতী ঘোষ। তবে অবশেষে হার মানলেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বঙ্গরত্ন’ টেবিল টেনিস কোচ। শতাঁর হাত ধরে উঠে এসেছেন মান্তু ঘোষের মতো প্রথিতযশা টেবিল টেনিস খেলোয়াড়।

নিজে খেলার পাশাপাশি ছোটদের প্রশিক্ষণ দিতেন ভারতী ঘোষ। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতেন তিনি। আর্থিক ভাবে দুর্বল পরিবারের শিশুদের প্রশিক্ষণ দিতেন বিনা পারিশ্রমিকে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা ছোটদের খেলা শিখিয়েছেন প্রায় ৫০ বছর ধরে। প্রায় তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে ভারতী ঘোষের। তাঁদের অনেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেয়েছেন। তাঁর হাতে গড়া খেলোয়াড়দের অন্যতম মান্তু ঘোষ। তাঁর একাধিক ছাত্রছাত্রী প্যারালিম্পিক্সে পদক জিতেছেন। ভারতীয় দলের প্রাক্তন সদস্য মান্তু ঘোষ ভারতী ঘোষের মৃত্যুতে বলেন, ‘‘ভারতীদির প্রয়াণ ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি। ভারতীদির সব কিছুই ছিল তাঁর ছাত্রছাত্রীরা। আমার অভিভাবক ছিল। টেবিল টেনিস ছাড়া কিছু বুঝত না।“

টেবিল টেনিসে অবদানের জন্য ভারতী ঘোষকে রাজ্য সরকার ২০১৯ সালে ‘বঙ্গরত্ন’ সম্মান দেয়। রাজ্যের ক্রীড়া দফতর ২০২১ সালে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে ভারতী ঘোষকে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার ব্যবস্থা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর উদ্যোগেই ভারতীকে ভর্তি করানো হয় মাটিগাড়ার নার্সিংহোমে।

আরও পড়ুন- তাঁর গোলেই লিগ-শিল্ড জয় বাগানের, মোহনবাগানকে ভারতসেরা করে কী বললেন পেত্রাতোস ?

spot_img

Related articles

ক্যানিংয়ে হোমগার্ডের অস্বাভাবিক মৃত্যুতে গ্রেফতার অভিযুক্ত SI

ক্যানিংয়ে মহিলা হোমগার্ডের রহস্যমৃত্যুর (Mysterious death) ঘটনায় গ্রেফতার করা ক্যানিং থানার সাব-ইনস্পেকটর সায়ন ভট্টাচার্য। বেশ কয়েকদিন ধরেই অধরা...

JDF-র তহবিলের নামে দুর্নীতি! চিঠি লিখে সভাপতির পদ ছাড়লেন অনিকেত

আর জি করের তরুণী-চিকিৎসকের ধর্ষণ-খুনের তদন্তের দাবিতে জুনিয়র ডাক্তারদের একাংশ গড়ে তুলেছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্ট (JDF)। কিন্তু ন্যায়বিচারের...

বছরের প্রথম দিনেই ঈশ্বর দর্শন স্মৃতিদের, কোন মন্দিরে গেলেন বিশ্বকাপজয়ীরা?

পরিবারের সঙ্গে যখন নতুন বছরের সূচনা করলেন বিরাট-ধোনিরা তখন মহিলা ক্রিকেটারর ইংরেজি নববর্ষের সূচনা করলেন একটু অন্যভাবে। উজ্জয়িনীর...

নেমে পড়েছি, মাঠ জুড়ে খেলব: শাহ-শমীক সাক্ষাতের পরে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক দিলীপের, নাম না করে খোঁচা শুভেন্দুকে

ভোট আসতেই ফের দিলীপ ঘোষকে প্রয়োজন পড়েছে বঙ্গ বিজেপির (BJP)। মাস খানেক আগেও যিনি মোদির সভায় ডাক পাননি,...