Friday, November 7, 2025

প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ, শোকের ছায়া ক্রীড়া জগৎ-এ

Date:

ফের ক্রীড়া জগত-এ শোকের ছাঁয়া। প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতী ঘোষ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। বেশ কিছুদিন বয়সজনিত সমস্যায় ভুগছিলেন ভারতী ঘোষ। তবে অবশেষে হার মানলেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘বঙ্গরত্ন’ টেবিল টেনিস কোচ। শতাঁর হাত ধরে উঠে এসেছেন মান্তু ঘোষের মতো প্রথিতযশা টেবিল টেনিস খেলোয়াড়।

নিজে খেলার পাশাপাশি ছোটদের প্রশিক্ষণ দিতেন ভারতী ঘোষ। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতেন তিনি। আর্থিক ভাবে দুর্বল পরিবারের শিশুদের প্রশিক্ষণ দিতেন বিনা পারিশ্রমিকে। শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার বাসিন্দা ছোটদের খেলা শিখিয়েছেন প্রায় ৫০ বছর ধরে। প্রায় তিন হাজার ছাত্রছাত্রী রয়েছে ভারতী ঘোষের। তাঁদের অনেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য পেয়েছেন। তাঁর হাতে গড়া খেলোয়াড়দের অন্যতম মান্তু ঘোষ। তাঁর একাধিক ছাত্রছাত্রী প্যারালিম্পিক্সে পদক জিতেছেন। ভারতীয় দলের প্রাক্তন সদস্য মান্তু ঘোষ ভারতী ঘোষের মৃত্যুতে বলেন, ‘‘ভারতীদির প্রয়াণ ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি। ভারতীদির সব কিছুই ছিল তাঁর ছাত্রছাত্রীরা। আমার অভিভাবক ছিল। টেবিল টেনিস ছাড়া কিছু বুঝত না।“

টেবিল টেনিসে অবদানের জন্য ভারতী ঘোষকে রাজ্য সরকার ২০১৯ সালে ‘বঙ্গরত্ন’ সম্মান দেয়। রাজ্যের ক্রীড়া দফতর ২০২১ সালে ‘ক্রীড়াগুরু’ সম্মানে ভূষিত করে ভারতী ঘোষকে। গত ২০ ফেব্রুয়ারি তাঁর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসার ব্যবস্থা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর উদ্যোগেই ভারতীকে ভর্তি করানো হয় মাটিগাড়ার নার্সিংহোমে।

আরও পড়ুন- তাঁর গোলেই লিগ-শিল্ড জয় বাগানের, মোহনবাগানকে ভারতসেরা করে কী বললেন পেত্রাতোস ?

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version