Saturday, August 23, 2025

বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির দাপুটে ইনিংস। ম্যাচ জয় ভারতের। আর এই দেখে সটাং জার্সি বদল এক পাকিস্তানের সমর্থকের। গতকাল দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইভোল্টেজ ম্যাচে নেমেছিল ভারত-পাকিস্তান। এই ম্যাচে দুরন্ত কামব্যাক করেন বিরাট কোহলি। অপরাজিত শতরানের ইনিংস খেলেন কিং কোহলি। বিরাটের রানের পাহাড় বাড়তে দেখেই দলবদল করেন এক পাক সমর্থক। যেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যে দেখে নেটিজেনদের হাসির বন্যা বয়ে যাচ্ছে।

যেই ছবি ভাইরাল, সেখানে দেখা যাচ্ছে, ম্যাচ চলাকালীন গ্যালারিতে একই জায়গায় ভারতীয় ও পাকিস্তানি সমর্থকেরা বসে খেলা দেখছিলেন। সেয়াখনে বসে থাকতে দেখা যায় হতাশ মুখে এক পাকিস্তানি সমর্থকে। এরপরই হঠাৎ, পাকিস্তানের ওই সমর্থক ভারতের একটি জার্সি বার করে তা পরতে শুরু করেন। তাঁর গায়ে পাকিস্তানের সবুজ জার্সি ছিল। সেই জার্সির উপরেই ভারতের নীল জার্সি পরে ফেলেন তিনি। তাঁর দু’পাশে পাকিস্তানের অন্য সমর্থকেরা ছিলেন। তাঁরা অবাক হয়ে যান। তবে সেখানে ভারতের যে সমর্থকেরা ছিলেন তাঁরা সেই দৃশ্য দেখে হাততালি দেন। হাসির রোল ওঠে গ্যালারিতে। আর এই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে বিরাট শতরান কোহলি, প্রশংসায় রোহিত

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version