Friday, August 22, 2025

শহর কলকাতায় জোড়া দুর্ঘটনা, বাসের বেপরোয়া গতি নিয়ে আতঙ্ক বাড়ছে যাত্রীদের

Date:

সোমবার সকাল থেকেই রাজ্যজুড়ে একাধিক দুর্ঘটনার খবর। সকাল নটা নাগাদ কলকাতার রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে (Exide Crossing) সরকারি – বেসরকারি বাসের রেষারেষিতে এক মহিলা গুরুতর জখম হন। রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় মাটিতেই লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। অসমর্থিত সূত্রের খবর, মহিলার অবস্থা এতটাই গুরুতর যে বেঁচে থাকার আশা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই তাঁর পরিবারের লোকেরা হাসপাতালে উপস্থিত হয়েছেন। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে দুই বাসের খোঁজ শুরু করে পুলিশ। সকাল সাড়ে দশটা নাগাদ শ্যামবাজারের কাছ থেকে ২২২ রুটের বেসরকারি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি ওয়েলিংটনে স্কুল বাসের ধাক্কায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। শান্তা দেবী সিং নামে ঐ বৃদ্ধা মর্নিং ওয়ার্ক সেরে ফেরার পথে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি স্কুল বাসের সঙ্গে তার ধাক্কা লাগে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। ইতিমধ্যেই চালককে আটক করেছে এন্টালি থানার পুলিশ (Entally Police)। বেপরোয়া বাসের দৌরাত্ম্যে আতঙ্ক বাড়ছে নিত্যযাত্রীদের মনে।

অন্যদিকে, মহাকুম্ভে যাওয়ার পথে ফের দুর্ঘটনার খবর। অসম থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে নকশালবাড়ির কাছে দুই গাড়ির সংঘর্ষে একজনের মৃত্যু এবং ১২ জনের আহত হওয়ার খবর মিলেছে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চার জনের অবস্থা আশঙ্কাজনক। এদিন হাওড়ার বাটরা এলাকাতে বেপরোয়া বাইকের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বেড়াচাঁপাতে পথদুর্ঘটনায় মৃত এক। বালি বোঝাই লরির চাকায় পিষ্ট এক বাইক আরোহী। আটক লরির চালক। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে টাকি রোড। উলুবেরিয়া ১৬ নাম্বার জাতীয় সড়কের কাছেও একটি বাস দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা বাসে কলকাতামুখী বাসের ধাক্কায় জখম অন্তত ২০। উদ্ধার কাজ চলছে। ঘটনাস্থলে পুলিশের বিশাল বাহিনী।

 

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...
Exit mobile version