Thursday, August 21, 2025

পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস, ম্যাচ জিতিয়ে কী বললেন কিং কোহলি ?

Date:

অবশেষে সব সমালোচকদের জবাব। রানের খরা কাটিয়ে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে ইনিংস । অপরাজিত শতরান। হ্যাঁ ঠিকই ধরেছেন। যার কথা বলা হচ্ছে , তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি। দির্ঘদীন বাদে ফের ব্যাট হাতে জ্বলে উঠলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে এত কিছুর মধ্যেও উচ্ছ্বাসে ভাসতে নারাজ কোহলি। তবে এরকম পারফরম্যান্স যে আলাদা আনন্দ দেয় তা জানাতে ভুললেন না কোহলি।

নিজের পারফরম্যান্স নিয়ে বিরাট বলেন, “ এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে যদি এভাবে ব্যাটিং করা যায়, তা অবশ্যই তৃপ্তিদায়ক। আরও ভালো লাগছে আমরা সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত করে ফেলেছি। টিমের জয়ে অবদান রাখতে পেরে দারুণ লাগছে। গত ম্যাচে কী কী ভুল করেছিলাম, সেগুলো থেকে শিখেছি। আমার কাজ ছিল মাঝের ওভার গুলোতে স্পিনারের বিরুদ্ধে খুব বেশি ঝুঁকি না নিয়ে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করা। শেষদিকে শ্রেয়স আইয়র দ্রুততার সঙ্গে রান করেছে। আমিও বেশ কয়েকটা বাউন্ডারি মেরেছি। যেটা ওয়ান ডে’তে আমার স্বাভাবিক খেলাটা খেলতে সাহায্য করেছে। সত্যি বলতে কী, নিজের খেলাটা খুব ভালোভাবে বুঝি। জানি আমাকে কী করতে হবে। তাই বাইরের ব্যাপার-স্যাপারগুলো থেকে নিজেকে দূরে রাখি। টিম আমাকে যা দায়িত্ব দেবে, সেটা পালন করাই আমার লক্ষ্য।“

তবে নিজের যে বয়স বাড়ছে সে কথাও মনে করান বিরাট। তিনি বলেন, “ ৩৬ বছর বয়স তো হল। মাঝে একটা সপ্তাহ ছুটি পেলে ভালোই হয়। এতটা পরিশ্রম করতে সত্যিই কষ্ট হয়।“

গতকাল চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণে প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ভারত সহজেই সেই রান তাড়া করে তুলে নেয়। সৌজন্যে বিরাট কোহলি। ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন- বিরাটের দাপুটে ইনিংস, পাকিস্তান ম্যাচ হারতেই জার্সি বদল পাক সমর্থকের, ভাইরাল ভিডিও

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version