Thursday, August 21, 2025

ট্রলি ব্যাগে করে মৃতদেহ (Deadbody in Trolley bag) গঙ্গায় ফেলতে গিয়ে স্থানীয়দের হাতে পাকড়াও হলেন দুই মহিলা। মঙ্গলবার সকালে কলকাতার কুমোরটুলি ঘাটের (Kumortuli Ghat) কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়দের তরফেই খবর দেওয়া হয় পুলিশকে। ব্যাগের থেকে মুণ্ডহীন দেহ উদ্ধার হয়েছে। দুই মহিলাকে আটক করার পাশাপাশি ট্রলি ব্যাগটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই মাথাহীন দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন হলুদ ট্যাক্সিতে চেপে কুমোরটুলি ঘাটের কাছে যান দুই মহিলা। তাঁদের সঙ্গে একটা নীল রঙের ট্রলি ব্যাগ ছিল। সেই ব্যাগ গঙ্গার ফেলার তোড়জোড় করছিলেন তাঁরা। স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই ওই দুই মহিলাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথাবার্তায় অসংগতি ঠেকে এলাকাবাসীর। এরপরই ট্রলি ব্যাগ খুলে দেখা যায় ভেতরের রয়েছে মাথাহীন দেহাংশ। দেহটি এক মহিলার। সেটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে ভরা হয়। দুই মহিলার কাছ থেকে ট্রেনের একটি টিকিট পাওয়া গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, খুন করে দেহ লোপাটের জন্যই দূর থেকে কলকাতায় এসেছিলেন দুই মহিলা। যে ট্যাক্সি করে তাঁরা কুমোরটুলির কাছে ঘাটে পৌঁছেছিলেন সেই চালক জানিয়েছেন এর আগে অভিযুক্তরা প্রিন্সেপ ঘাটেও গেছিলেন। সম্ভবত ওই দুই মহিলা কোনও ফাঁকা জায়গায় দেহাংশ লোপাটের চেষ্টা করছিলেন বলে অনুমান করা হচ্ছে। ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে বলে জানা গেছে। দুজনেই বারাসাতের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁদের দাবি ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। যদিও প্রত্যক্ষদর্শীরা তা মানতে নারাজ। তদন্তে নর্থ পোর্ট থানার পুলিশ।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version