Friday, May 23, 2025

রাজ্য সম্মেলনের চতুর্থ দিনে প্রযুক্তির সাহায্যে দলীয় দুর্বলতার প্রেজেন্টেশন সিপিআইএমের 

Date:

Share post:

ভোট বাক্সে শূন্য, পক্ককেশের একগুঁয়ে সিদ্ধান্তে বাংলার রাজনীতির প্রাসঙ্গিকতা থেকে ক্রমশ বিলীন হয়ে যাওয়া সিপিআইএম (CPIM) এবার তৃণমূল (TMC ) আর বিজেপিকে (BJP) নকল করতে ব্যস্ত। গত লোকসভা নির্বাচনে তরুণ প্রজন্ম কিংবা নতুন মুখ সামনে এনেও লাভ হয়নি। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) ঘুরে দাঁড়ানোর স্ট্র্যাটেজি ঠিক করতে পেশাদার সংস্থার তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দুর্বলতা খুঁজতে চাইছেন কমরেডরা। এক কথায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের বিজেপি সরকারের কৌশল টুকলি করে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা লাল পতাকাধারীদের।

ভোটকুশলী ব্যবহার করে নির্বাচনের রণকৌশল ঠিক করার ক্ষেত্রে বেশ কয়েক বছর ধরেই পেশাদার সংস্থার উপর ভরসা রাখছে তৃণমূল ও বিজেপি। এবার সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিল সিপিআইএম। রাজ্য সম্মেলনের চতুর্থ দিনে দলের দুর্বলতা কী ভাবে কাটিয়ে উঠতে হবে তা নিয়ে দীর্ঘ আলোচনা হল। সাধারণ সংস্থার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ঘটনার কথা জানাজানি হতেই ইমেজ বাঁচানোর মরিয়া চেষ্টা শুরু হয়েছে কমরেডদের। দলের রাজ্য সম্পাদকের দাবি এই সংস্থা নাকি অর্থের বিনিময় কিছু করছে না। অর্থাৎ টুকলি করে ভোটে জেতার চেষ্টা করতে হচ্ছে ৩৫ বছর শাসন করা বামদলকে, তা প্রকাশ্যে মানতে নারাজ বর্ষীয়ান নেতারা। এবারের রাজ্য সম্মেলনে ‘ আগামী কর্মসূচি’ নামের এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মহম্মদ সেলিম ঘনিষ্ঠ পেশাদার সংস্থা রিপোর্ট পেশ করে বামেদের দুর্বলতার জায়গাগুলো তুলে ধরে। পুরুলিয়া বা বাঁকুড়ার মতো জেলায় একটা সময় সিপিএমের একচ্ছত্র অধিষ্ঠান ছিল। অথচ আজ তাদের খুঁজেও পাওয়া যায় না। কোথায় ব্যর্থতা, কেন জনসমর্থন হারাতে হচ্ছে, একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অঞ্চল ভিত্তিক পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। সূত্রের খবর, সম্মেলনে স্থির হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রিক এই বিশ্লেষণ নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে। তারপর তা সামনে রেখেই চূড়ান্ত হবে প্রচারের রণকৌশল। মঙ্গলবার সম্মেলনের শেষ দিন। মহম্মদ সেলিম সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। অসমর্থিত সূত্রের খবর ছাত্র যুব এবং মহিলা সংগঠনের থেকে বেশ কয়েকজনকে এবার নেওয়া হয়েছে রাজ্য কমিটিতে। নবীন মুখ নাকি প্রবীণ অভিজ্ঞতা, কোনটাকে হাতিয়ার করে আগামী নির্বাচনে নিজেদের বিলুপ্তপ্রায় অস্তিত্ব খোঁজার চেষ্টা করে সিপিআইএম এখন সেটাই দেখার।

spot_img

Related articles

প্রযোজক-পরিচালকের অজান্তেই ‘চুরি’ আস্ত বাংলা সিনেমা! অভিযোগ দায়ের লালবাজারে

বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment industry) একি কাণ্ড, পরিচালক বা প্রযোজককে না জানিয়ে একটা গোটা বাংলা সিনেমা (Bengali...

নিরাপত্তা নিয়ে পড়াশোনার নয়া কোর্স

জাতীয় নিরাপত্তা নিয়ে পড়াশোনার প্রতি ঝোঁক ক্রমশ বাড়ছে নতুন প্রজন্মের। চালু হয়েছে এই বিষয়ে একাধিক ডিপ্লোমা ও ডিগ্রি...

চরম অমানবিকতা পাকিস্তানের! অল্পের জন্য রক্ষা পেল ইন্ডিগো বিমানের ২২০ যাত্রীর প্রাণ

আবারও অমানবিকতার পরিচয় দিল পাকিস্তান। প্রবল ঝড় ও শিলাবৃষ্টির মধ্যে পড়া এক যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা সাময়িকভাবে ব্যবহার...

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...