Sunday, November 9, 2025

খাবার খেতে হাহাকার! মধ্যপ্রদেশ বাণিজ্য সম্মেলনে ‘আমন্ত্রিতদের হামলা’

Date:

ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বাণিজ্য সম্মেলন করতে যেতে হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে। দেশে বৈদেশিক বিনিয়োগ টানতে অক্ষম নরেন্দ্র মোদিকে (Narendra Modi) শিখণ্ডী করে বাণিজ্যের তরী উৎরাতে চাইছে মধ্যপ্রদেশ, বিহার, অসম। তারপরেও সেই বাণিজ্য সম্মেলনে খাবার খাওয়ার লোকের ভিড়ে মুখ পুড়ল মোদিরই। খাবার কম পড়ায় প্লেট ভেঙে ভোপালের (Bhopal) বদনাম করলেন কারা, তা নিয়ে অবশ্য প্রশ্ন উঠেছে। যদিও সেই হুলুস্থুলু দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হতেই প্রশ্ন, তাঁরা কী আদৌ সম্মেলনের আমন্ত্রিত ছিলেন।

ভোপালে সোমবার বাণিজ্য সম্মেলন (Bhopal Investors Summit) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটা করে দুদিনের সম্মেলনে বিপুল বিনিয়োগের ঘোষণা করা হয়। যদিও গাল ভরা বিদেশি সংস্থার নাম বলা হলেও বিনিয়োগে (investors) দেশীয় সংস্থারই নাম দেখা যায় সেখানে। তবে মোদির মান রাখতে সম্মেলনে ভরাতে যাদের জোগাড় করলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব তারাই মুখ পোড়ালো বিজেপির।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) ভিডিওতে দেখা যায় খাবারের জায়গায় বিশাল ভিড়। আমন্ত্রিতরা সম্মেলনে এসেছিলেন, না খাবার খেতে, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন নেটিজেনরা। এরপরই শোনা যায় খাবার শেষ। তা নিয়ে রসিকতা করেন কেটাররারা (caterer)। তবে তাঁরা সাধ্যমতো পরিষেবা দেওয়ার চেষ্টা করেন। ফের খাবার তৈরি হলে প্রথমে আসে সারি সারি প্লেট (plate)। আর সেখানেই বাধে গোল।

দীর্ঘক্ষণ খাবারের জন্য অপেক্ষা করা ভিড় খাবার আনার খবর পেয়ে হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ে। খাবারের প্লেট নিয়ে আসতেই তা থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। কেটারার (caterer) যুবকদের থেকে গোটা প্লেটের (plate) ক্রেট পড়ে গিয়ে ছড়িয়ে পড়ে সেই ভাঙা প্লেট। অনেকেই সেই মাটি থেকে কুড়ানো প্লেট তুলে খাবারের লাইনে দাঁড়ানোর চেষ্টা করে। সেখানেই প্রশ্ন উঠেছে, আদৌ এরা বিনিয়োগে ভিড় করেছিলেন, না লাঞ্চের জন্য।

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version