প্রশ্নপত্র ফাঁস রুখতে তৎপর সংসদ! এবারের উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর

প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার কোমর বেঁধে নেমেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। এবার বেশ কিছু নিয়ম তৈরি করেছে সংসদ কর্তৃপক্ষ। প্রশ্নপত্রে থাকবে ডিজিটাল সিরিয়াল নম্বর। এছাড়াও থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। যা লিখতে হবে উত্তরপত্রে। তার পাশাপাশি কিউআর কোড এবং বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রে।

সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, যদি এরপরেও কেউ প্রশ্নপত্রের ছবি তুলে অন্য কাউকে পাঠান তাহলে কে এই কাজ করেছে তা আমরা খুব দ্রুততায় ধরে ফেলব। কারণ নিরাপত্তাজনিত আরও একটি বিষয় প্রশ্নপত্রে থাকবে। যদি কোনও পরীক্ষার্থীর কাছ থেকে ইলেকট্রনিক গেজেট বা যোগাযোগের মাধ্যম পাওয়া যায় তাহলে সেই পরীক্ষার্থীর ওই বছরের সমস্ত পরীক্ষা বাতিল হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। পরীক্ষা কেন্দ্রে কম করে দুজন পর্যবেক্ষক থাকবেন। একজন ভেন্যু সুপারভাইজারের ঘর থেকে প্রশ্নপত্র নিয়ে আসবেন। অন্যজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা যোগাযোগের কোনও ইলেকট্রনিক গেজেট রয়েছে কিনা তা নিশ্চিত করবেন। পরীক্ষাকেন্দ্রে কম করে দুটো সিসিটিভি ক্যামেরা থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন-আগামিকাল নেতাজি ইনডোরের মেগাসভায় দিক নির্দেশ তৃণমূল সভানেত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_