Friday, August 22, 2025

এক্সপ্রেস ট্রেনের ভিতর ঝুলন্ত দেহ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাঁতরাগাছিতে

Date:

মেল এক্সপ্রেস ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে রেল। এবার হাওড়া স্টেশনে (Howrah station) ট্রেন আসার পর তার ভিতর থেকে উদ্ধার হল ঝুলন্ত এক ব্যক্তির দেহ। ট্রেন সাফাইয়ের জন্য সাঁতরাগাছি (Santragachhi) ইয়ার্ডে নিয়ে যাওয়া হলে উদ্ধার হয় সেই দেহ। যার ফলে প্রশ্ন উঠেছে মেল এক্সপ্রেস ট্রেনগুলিতে নজরদারি ও যাত্রী নিরাপত্তা নিয়ে।

কিছুদিন আগে একটি এক্সপ্রেস ট্রেনে বালির এক তবলা শিল্পীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে সেই ঘটনার রেশ সিরিয়াল কিলার পর্যন্ত গড়িয়েছে। আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনা সেই এক্সপ্রেস ট্রেনেই। এবার হাওড়াগামী মুম্বাই মেল (Mumbai mail) হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে শৌচাগারের (toilet) উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ।

মঙ্গলবার দুপুরে মুম্বই মেল (Mumbai Mail) হাওড়ায় ঢোকে। যাত্রীরা নেমে যাওয়ার দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে সাঁতরাগাছি ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় সাফাইয়ের করার জন্য। সেই সময় সাফাই কর্মীরা দেখেন জেনারেল কোচে দরজা ভিতর থেকে বন্ধ। আরপিএফ-এর (RPF) সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। এরপর জেনারেল কামরার (general coach) শৌচাগারেই (toilet) এক ব্যক্তির দেহ ঝুলতে দেখেন তাঁরা। গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ব্যক্তির পকেটে কোন ট্রেনের টিকিটও ছিল না।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে হাওড়া স্টেশনে মুম্বই মেলের মত যাত্রীবহুল ট্রেন এসে দাঁড়ানোর পরেও শৌচাগারের (toilet) দেহ কেউ দেখতে কেন পেলেন না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর যদি কোন খুন বা আত্মহত্যার ঘটনা হয়ে থাকে তবে আরপিএফ-এর (RPF) নজরদারি ছিল না কেন, তা নিয়েও প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version