Saturday, November 8, 2025

এক্সপ্রেস ট্রেনের ভিতর ঝুলন্ত দেহ! নিরাপত্তা নিয়ে প্রশ্ন সাঁতরাগাছিতে

Date:

মেল এক্সপ্রেস ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্নের মুখে রেল। এবার হাওড়া স্টেশনে (Howrah station) ট্রেন আসার পর তার ভিতর থেকে উদ্ধার হল ঝুলন্ত এক ব্যক্তির দেহ। ট্রেন সাফাইয়ের জন্য সাঁতরাগাছি (Santragachhi) ইয়ার্ডে নিয়ে যাওয়া হলে উদ্ধার হয় সেই দেহ। যার ফলে প্রশ্ন উঠেছে মেল এক্সপ্রেস ট্রেনগুলিতে নজরদারি ও যাত্রী নিরাপত্তা নিয়ে।

কিছুদিন আগে একটি এক্সপ্রেস ট্রেনে বালির এক তবলা শিল্পীর মৃতদেহ উদ্ধার হয়েছিল। পরে সেই ঘটনার রেশ সিরিয়াল কিলার পর্যন্ত গড়িয়েছে। আবারও মৃতদেহ উদ্ধারের ঘটনা সেই এক্সপ্রেস ট্রেনেই। এবার হাওড়াগামী মুম্বাই মেল (Mumbai mail) হাওড়া স্টেশনে পৌঁছানোর পরে শৌচাগারের (toilet) উদ্ধার হল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ।

মঙ্গলবার দুপুরে মুম্বই মেল (Mumbai Mail) হাওড়ায় ঢোকে। যাত্রীরা নেমে যাওয়ার দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে সাঁতরাগাছি ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় সাফাইয়ের করার জন্য। সেই সময় সাফাই কর্মীরা দেখেন জেনারেল কোচে দরজা ভিতর থেকে বন্ধ। আরপিএফ-এর (RPF) সাহায্য নিয়ে দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। এরপর জেনারেল কামরার (general coach) শৌচাগারেই (toilet) এক ব্যক্তির দেহ ঝুলতে দেখেন তাঁরা। গামছার ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ব্যক্তির পকেটে কোন ট্রেনের টিকিটও ছিল না।

দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। তবে হাওড়া স্টেশনে মুম্বই মেলের মত যাত্রীবহুল ট্রেন এসে দাঁড়ানোর পরেও শৌচাগারের (toilet) দেহ কেউ দেখতে কেন পেলেন না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ট্রেন থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর যদি কোন খুন বা আত্মহত্যার ঘটনা হয়ে থাকে তবে আরপিএফ-এর (RPF) নজরদারি ছিল না কেন, তা নিয়েও প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

Related articles

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...
Exit mobile version