Thursday, August 21, 2025

নাজমুল হোসেনের ব্যাটে রান নেই অনেকদিন ধরে। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন। আউট হন শূন্য রানে। সেই খরা কাটে শেষ পর্যন্তদ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের দুরন্ত ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে নতুন র‌্যাঙ্কিং। নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। সেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গিয়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে একাদশে সুযোগ পাননি মিচেল। শীর্ষে আছেন যথারীতি শুভমান গিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মহীশ তিকশানা। তাঁর দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। পরশু বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ৩১ ধাপ এগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। এই স্পিনারের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। বাংলাদেশ পেসার তাসকিন এগিয়েছেন ৬ ধাপ, আছেন ৩০ নম্বরে। সেখানে মেহেদি হাসান মিরাজ আবার ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version