Thursday, August 21, 2025

নাজমুল হোসেনের ব্যাটে রান নেই অনেকদিন ধরে। বিপিএলে জাতীয় দলের অধিনায়ক হয়েও ফরচুন বরিশালের দল থেকে বাদ পড়েছিলেন। এরপর চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচেও ব্যর্থ হয়েছেন। আউট হন শূন্য রানে। সেই খরা কাটে শেষ পর্যন্তদ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে।নিউজিল্যান্ড ম্যাচে ১১০ বলে ৭৭ রানের দুরন্ত ওয়ানডে ইনিংসে খেলেন নাজমুল। ৭৭ রান করার পরও আইসিসি ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আরও পিছিয়ে গিয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

গত সপ্তাহে প্রকাশিত হয়েছে নতুন র‌্যাঙ্কিং। নাজমুলের অবস্থান ছিল ২৫ নম্বরে। সেখানে দুই ধাপ সরে নাজমুলের এখন অবস্থান ২৭ নম্বরে। ৯ ধাপ পিছিয়ে মুশফিকের অবস্থান ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম ৪০–এর বাইরে চলে গিয়েছেন মুশফিক। মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনি পিছিয়েছেন ৭ ধাপ। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে আছেন ৬৪ নম্বরে।ওয়ানডেতে ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে পরিবর্তন মাত্র একটি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫ নম্বরে। এক ধাপ পিছিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিতে একাদশে সুযোগ পাননি মিচেল। শীর্ষে আছেন যথারীতি শুভমান গিল।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মহীশ তিকশানা। তাঁর দল শ্রীলঙ্কা অবশ্য চ্যাম্পিয়নস ট্রফিতে নেই। পরশু বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ৩১ ধাপ এগিয়েছেন স্পিনার মাইকেল ব্রেসওয়েল। এই স্পিনারের বর্তমান অবস্থান ২৬ নম্বরে। বাংলাদেশ পেসার তাসকিন এগিয়েছেন ৬ ধাপ, আছেন ৩০ নম্বরে। সেখানে মেহেদি হাসান মিরাজ আবার ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে আছেন।

Related articles

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...
Exit mobile version