মধ্যরাতে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো রিজেন্ট পার্ক (Regent Park) এলাকায়। স্থানীয় বাসিন্দারা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দেহের পাশে একটি হেলমেট (helmet) পাওয়া গিয়েছে বলেও জানা যায়। মৃত যুবক হরিদেবপুর এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে কীভাবে তিনি রিজেন্ট পার্ক এলাকায় এলেন ও তাঁর মৃত্যু হল, তা নিয়ে রয়েছে ধন্দ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত পৌনে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারাই রাস্তার উপর যুবককে পড়ে থাকতে দেখেন। তার বয়স আনুমানিক ৩৫ বছরের কাছাকাছি। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায় (Regent Park police station)। মৃত যুবকের পাশে একটি হেলমেট পাওয়া গেলেও কোনও বাইক সেখানে ছিল না।
সেখানেই প্রশ্ন শুধু হেলমেট (helmet) নিয়ে কোথায় যাচ্ছিলেন যুবক। হেলমেট থাকলে তার বাইকটি কোথায় গেল। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের (postmortem) জন্য নিয়ে যায়। জানা গিয়েছে মৃত যুবক হরিদেবপুর এলাকার বাসিন্দা। নাম অনুপ মণ্ডল। আদালতে আইনজীবীর ক্লার্কের কাজ করতেন তিনি। বাইকে যাওয়ার সময় বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যুর আশঙ্কাও করছে পুলিশ। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালাচ্ছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
–
–
–
–
–
–
–