Sunday, May 4, 2025

২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের মেগাসভা তৃণমূলের। সভায় মূল বক্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ থেকে দিক নির্দেশ করবেন সভানেত্রী-আশায় তৃণমূলের (TMC) নেতা-কর্মীরা। নেত্রীর বার্তা শুনতে বাইরে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে। ইতিমধ্যে জেলা থেকে শহরে এসে পৌঁছেছেন তৃণমূল নেতৃত্ব। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে নেত্রী যা বলবেন সেই নির্দেশকে পাথেয় করেই আগামী দিনে পথ চলবে তৃণমূল কংগ্রেস।

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগে ঘুঁটি সাজাচ্ছে সব রাজনৈতিক দল। এই মধ্যেই বৃহস্পতিবার নেতা ইন্ডোর স্টোডিয়ামে (Netaji Indoor Stadium) তৃণমূলের মেগাসভা। ইতিমধ্যে জেলা থেকে কলকাতায় পৌঁছেছেন বাইরের জেলার  তৃণমূল নেতৃত্ব। তবে, এটাকে নির্বাচনের প্রস্তুতি হিসেবে দেখছেন না তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মা-মাটি-মানুষের সরকারের নিবিড় উন্নয়ন ও সেই উন্নয়নযজ্ঞে আরও বেশি সংখ্যক মানুষকে সঙ্গে নেওয়া এবং তাদের কাছে উন্নয়ন পৌঁছে দেওয়ার অঙ্গীকার। বিজেপি, কংগ্রেস ও সিপিএম মিলিতভাবে টানা কুৎসা-অপপ্রচার ও ব্যক্তি-আক্রমণের মধ্যে দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, নিবিড় জনসংযোগের মাধ্যমে তাকে প্রতিহত করতে হবে। এর সঙ্গে জুড়েছে, বিজেপি কেন্দ্রে ক্ষমতার অপব্যবহার করে মূলত কেন্দ্রীয় এজেন্সি এবং নির্বাচন কমিশন একটা সেটিং করে এখানে অনলাইনে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া দিচ্ছে কোনও ‘ফিজিক্যাল ভেরিফিকেশন’ ছাড়াই। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন। দিল্লি, মহারাষ্ট্রে একই কাজ করেছে বিজেপি। বাংলায় সাধারণ মানুষের ভোটে বিজেপি জিততে পারছে না, তাই ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। এখানকার নাম বাদ দিচ্ছে। এটা একটা নতুন ধরনের চক্রান্ত শুরু হয়েছে বাংলায়। কিন্তু দিল্লি, মহারাষ্ট্রে যা হয়েছে এখানে তা সম্ভব হবে না। এই চক্রান্তকে কীভাবে প্রতিহত করতে হবে নেত্রী সভা থেকে তার দিকনির্দেশ দেবেন।

বুধবার দফায় দফায় নেতাজি ইনডোর ঘুরে দেখেছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, বৈশ্বানর চট্টোপাধ্যায়, দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, স্বরূপ বিশ্বাস-সহ অন্যরা। যেহেতু মুখ্যমন্ত্রী-সহ অনেক মন্ত্রী ও নেতা থাকবেন তাই ইনডোরের নিরাপত্তার দিকটিও বিশেষ নজরে রাখা হয়েছে।
আরও খবর: রাজনৈতিক উদ্দেশ্যে ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা! CBI-এর চার্জশিটের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিষেকের আইনজীবী

তৃণমূল ভবনেও প্রস্তুতি চলেছে সমানতালে। সেখানে জেলা থেকে আসা নেতাদের সঙ্গে কথা বলেছেন, ডেলিগেট কার্ড বিলি করেছেন দলীয় নেতৃত্ব। বৃহস্পতিবার বেলা ১১টায় সভার কাজ শুরু হবে। যাঁরা নেতাজি ইনডোরে ঢুকতে পারবেন না, নেত্রীর বক্তব্য শোনার জন্য তাঁদের জন্য নেতাজি ইনডোরের বাইরে, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন জায়গায় জায়ান্ট এলইডি স্ক্রিন বসানো হচ্ছে।

এছাড়াও সোশ্যাল মিডিয়াতে লক্ষ-কোটি মানুষ যাতে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ভাষণ শুনতে পান, সে-ব্যবস্থাও থাকবে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের মেগা সভা ঘিরে উত্তেজনায় ফুটছেন দলীয় নেতা-কর্মী-সমর্থকেরা।

Related articles

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...
Exit mobile version