Tuesday, August 26, 2025

ভারত নাকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশি সুবিধা পাচ্ছে, মত প্রাক্তন এই দুই ইংল্যান্ড ক্রিকেটারের

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। ২ মার্চ গ্রুপ পর্বের নিয়মরক্ষার ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে রোহিত শর্মার দল। সেই প্রস্তুতিতে যখন ব্যস্ত ভারত। সেই সময় ফের টিম ইন্ডিয়াকে খোঁচা প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটারদের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাকি বেশি সুবিধা পাচ্ছে ভারত। এমনটাই অভিযোগ নাসির হুসেন, মাইকেল আথার্টনের। তাদের মতে আয়োজক দেশ পাকিস্তান হলেও, ঘরের মাঠের মতো সুবিধা পাচ্ছে ভারত।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলে জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। আর এতেই নাকি সুবিধা টিম ইন্ডিয়ার। এমনটাই মনে করছেন নাসির হুসেন, মাইকেল আথার্টন। এই নিয়ে প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথার্টন বলেন ,” আলাদা আলাদা ম্যাচে আলাদা আলাদা প্রথম একাদশ নিয়ে ভাবতে হচ্ছে না। ভারত তো এটাও জানে ওরা কোথায় সেমিফাইনাল খেলবে। কোথায় ফাইনাল খেলবে। এতা সত্যিই অন্যায় সুবিধা।“ একই সুরে সুর মিলিয়েছেন নাসির হুসেন। তিনি বলেন, “ ভারত যে শুধুমাত্র একটা ভেন্যুতে খেলার অ্যাডভান্টেজ পাচ্ছে, সেটা নিয়েও আলোচনা হওয়া দরকার। ভারত ঠিক কতটা সুবিধা পাচ্ছে, সেটা অবশ্য মেপে বলা যাবে না। কিন্তু বিরাট অ্যাডভান্টেজ পাচ্ছে সেটা নিয়ে সংশয় নেই। ওরা একটা মাঠেই খেলছে। যার অর্থ ওদের একটা মাঠের পরিস্থিতির উপরই মনোনিবেশ করতে হচ্ছে। ওদের এক মাঠ থেকে আলাদা মাঠে জার্নিটাও করতে হচ্ছে না।“

এর আগে এই অভিযোগ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার প্যাট কামিন্স।

আরও পড়ুন- দিল্লির নতুন মেন্টর পিটারসন , নতুন দায়িত্ব পেয়ে কী বললেন তিনি?

 

 

 

 

 

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version