Saturday, November 8, 2025

তদন্তের গতিপ্রকৃতিতে অসন্তুষ্ট, দিল্লিতে CBI ডিরেক্টরের সঙ্গে দেখা অভয়ার বাবা-মার 

Date:

কলকাতার আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and hospital) চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তে অসন্তোষ প্রকাশ করে দিল্লি গেলেন মৃতার মা বাবা। সঙ্গে ছিলেন চিকিৎসক সংগঠনের কয়েকজন সদস্যও। কেন্দ্রীয় এজেন্সির দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভয়ার বাবা জানান, ‘সুপ্রিম কোর্ট বলেছিল, আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে, কিন্তু সিবিআই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না।আমরা এই তদন্তে খুশি নই। সেটা বলার জন্যই এতদূর এসেছিলাম।’ সূত্রের খবর সন্ধ্যায় সুপ্রিম কোর্টের (Supreme Court) আইনজীবীর সঙ্গে দেখা করেন তাঁরা।

কেন্দ্রীয় এজেন্সির তরফে মৃতার পরিবারকে আশ্বাস দিয়ে বলা হয়েছে তদন্ত নির্দিষ্ট গতিতেই এগোচ্ছে। ধৈর্য রাখতে হবে। এরপরই অভয়ার বাবা জানান আর কয়েকদিন তাঁরা দেখবেন, যদি তখনও সদর্থক কোনও দিক উঠে না আসে সে ক্ষেত্রে দিল্লিতে ধর্না দেওয়ার ভাবনাচিন্তাও রয়েছে তাঁদের। এদিন চিকিৎসকের পরিবারের সঙ্গে দিল্লি গিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের দুই প্রতিনিধি, ডাক্তার রাজীব পাণ্ডে এবং তমনাশ চৌধুরী। চিকিৎসক চৌধুরী বলেন, “মেয়ের ন্যায়বিচারের দাবিতে তাঁরা ঘুরে বেড়াচ্ছেন । আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সকলের সঙ্গেই দেখা করানোর চেষ্টা করব । যদিও এখনও সময় পাওয়া যায়নি।” দিনভর কর্মসূচির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার কী কোনও পরিকল্পনা রয়েছে ? এর জবাবে অভয়ার বাবা বলেন, “সে রকম কোনও পরিকল্পনা নেই আমাদের । কারণ, সে রকম কোনও সাড়া এখনও পর্যন্ত আমরা পাইনি ।”

 

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...
Exit mobile version