Sunday, November 2, 2025

ধর্ষণের পর বাড়বে বাসস্ট্যান্ডে নিরাপত্তা! অপরাধী গ্রেফতারে দাবি ফাড়নবিশের

Date:

সরকারি বাসস্ট্যান্ডে ধর্ষণের ঘটনায় মুখ পুড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ডাবল ইঞ্জিন সরকারের। সেই অপরাধীকে ধরতে ৭৫ ঘন্টা লাগিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রবল প্রশ্নের মুখে অবশেষে বাসস্ট্যান্ডগুলিতে নিরাপত্তা বাড়ানো নিয়ে পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)।

আগেও একাধিক অপরাধে অভিযুক্ত দত্তাত্রেও রামদাস পুনের (Pune) বাসস্ট্যান্ডে বাসের ভিতর যুবতীকে ধর্ষণে মূল অভিযুক্ত। তাকে খুঁজতে ১৩ টি পুলিশের দল সহ ড্রোন (drone) ও পুলিশ কুকুর দিয়ে নজরদারি চালাতে হয় মহারাষ্ট্র (Maharashtra) পুলিশকে। যদিও পরিবারের দাবি রামদাস নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পুনের শিরুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি বাসস্ট্যান্ডে নিরাপত্তা নিয়ে এরপর প্রশ্ন উঠতে শুরু করে। সিসিটিভি (CCTV) মোড়া বাসস্ট্যান্ডে নজর এড়িয়ে বাসের মধ্যে কিভাবে যুবতীকে নিয়ে উঠল রামদাস তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশেষে পুলিশ রামদাসকে গ্রেফতার করার পর নিরাপত্তা নিয়ে ভাবার কথা মনে হয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ প্রশাসনের।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে কিভাবে এই কান্ড ঘটিয়েছিল রামদাস তা উঠে আসবে। যদি ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন জিজ্ঞাসাবাদের পর বাস্তবে কী হয়েছিল তা জানা সম্ভব হবে। বাস ডিপোগুলির এই ধরনের অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, দাবি করেন তিনি।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version