Thursday, August 21, 2025

ধর্ষণের পর বাড়বে বাসস্ট্যান্ডে নিরাপত্তা! অপরাধী গ্রেফতারে দাবি ফাড়নবিশের

Date:

সরকারি বাসস্ট্যান্ডে ধর্ষণের ঘটনায় মুখ পুড়েছে মহারাষ্ট্রের (Maharashtra) ডাবল ইঞ্জিন সরকারের। সেই অপরাধীকে ধরতে ৭৫ ঘন্টা লাগিয়ে দিয়েছে মহারাষ্ট্র পুলিশ। রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রবল প্রশ্নের মুখে অবশেষে বাসস্ট্যান্ডগুলিতে নিরাপত্তা বাড়ানো নিয়ে পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)।

আগেও একাধিক অপরাধে অভিযুক্ত দত্তাত্রেও রামদাস পুনের (Pune) বাসস্ট্যান্ডে বাসের ভিতর যুবতীকে ধর্ষণে মূল অভিযুক্ত। তাকে খুঁজতে ১৩ টি পুলিশের দল সহ ড্রোন (drone) ও পুলিশ কুকুর দিয়ে নজরদারি চালাতে হয় মহারাষ্ট্র (Maharashtra) পুলিশকে। যদিও পরিবারের দাবি রামদাস নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছিল। বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ পুনের শিরুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সরকারি বাসস্ট্যান্ডে নিরাপত্তা নিয়ে এরপর প্রশ্ন উঠতে শুরু করে। সিসিটিভি (CCTV) মোড়া বাসস্ট্যান্ডে নজর এড়িয়ে বাসের মধ্যে কিভাবে যুবতীকে নিয়ে উঠল রামদাস তা নিয়ে প্রশ্ন উঠেছে। অবশেষে পুলিশ রামদাসকে গ্রেফতার করার পর নিরাপত্তা নিয়ে ভাবার কথা মনে হয়েছে দেবেন্দ্র ফাড়নবিশ প্রশাসনের।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) জানান, পুলিশি জিজ্ঞাসাবাদে কিভাবে এই কান্ড ঘটিয়েছিল রামদাস তা উঠে আসবে। যদি ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনা প্রকাশ্যে চলে এসেছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন জিজ্ঞাসাবাদের পর বাস্তবে কী হয়েছিল তা জানা সম্ভব হবে। বাস ডিপোগুলির এই ধরনের অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে, দাবি করেন তিনি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version