Sunday, August 24, 2025

বাংলার কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্যে আগামী আর্থিক বছরে প্রায় চার লক্ষ কোটি টাকা ঋণ দেবে জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ড । ২০২৫-২৬ অর্থবছরে রাজ্যকে মোট ৩.৮০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা চলতি আর্থিক বছরের  তুলনায় ২০.৬৩ শতাংশ বেশি।

শুক্রবার কলকাতায় এক ঋণ বিষয়ক আলোচনা চক্রে নাবার্ডের সিজিএম  পি. কে. ভরদ্বাজ এই ঘোষণা করেন। তিনি জানান, মোট ৩.৮০ লক্ষ কোটি টাকার সম্ভাব্য ঋণ লক্ষ্যমাত্রার মধ্যে কৃষি, কৃষি-পরিকাঠামো ও সংযুক্ত কার্যক্রমের জন্য ৩৩.৪২ শতাংশ অর্থাৎ ১.২৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্য বিবেচনা করে কৃষক উৎপাদনকারী সংস্থা গঠন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে তিনি জানান। জেলার পরিকল্পনা থেকে প্রাপ্ত ক্ষেত্রভিত্তিক ঋণের সম্ভাবনাগুলিকে একত্রিত করে রাজ্য স্তরের ফোকাস পেপার প্রকাশ করেন রাজ্যের অর্থসচিব প্রভাত কুমার মিশ্র। উপস্থিত ছিলেন কৃষি বিভাগের প্রধান সচিব ওংকার সিংহ মীনা, রিজার্ভ ব্যাংকের মুখ্য মহাব্যবস্থাপক সুমতি মেরি এল. এন. সি. গুইতে, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার CGM সত্যেন্দ্র কুমার সিংহ, SLBC-এর আহ্বায়ক ও মহাব্যবস্থাপক বালবীর সিংহ এবং অন্যান্য সরকারি ও ব্যাংকিং কর্মকর্তারা। কৃষি বিভাগের প্রধান সচিব ওংকার সিংহ মীনা বলেন, বর্তমানে কৃষি ঋণ বিতরণ ৭৫,০০০ কোটি টাকায় পৌঁছেছে এবং এটি চলতি বছরে ১ লক্ষ কোটি টাকা অতিক্রম করতে পারে। তিনি বাজার চাহিদার ভিত্তিতে পরিকল্পনা, GI (Geographical Indication) ট্যাগিং, এবং ডাল, ভুট্টা ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধির উপর জোর দেন।

আরও পড়ুন- ফের রক্তাক্ত পাকিস্তান! মাদ্রাসায় বোমা বিস্ফোরণে নিহত ৫

_

_

_

_

_

_

_

_

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version