Saturday, November 8, 2025

সেবি-তে মাধবীর কুকীর্তি ঢাকতে নতুন চেয়ারম্যান, দায়িত্ব নেবেন তুহিন পাণ্ডে

Date:

সেবিতে নিয়ন্ত্রণ রাখতে মরিয়া বিজেপি। আদানি ইস্যুতে বেকায়দায় পড়েও মাথা নত করতে নারাজ মোদি প্রশাসন। বারবার প্রমাণ করার চেষ্টা চলেছে আমেরিকার তোলা অভিযোগের সত্যতা নেই। তা যে আদানি ও সেবির (SEBI) চেয়ারম্যান মাধবী পুরি বুচকে (Madhabi Puri Buch) বাঁচাতে, তাতে কোনও সন্দেহ ছিল না। এবার বুচের চেয়ারম্যান (chairman) হিসাবে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফের নিজেদের আস্থাভাজন আধিকারিকের হাতে ফের তুলে দেওয়া হচ্ছে সেবি-র দায়িত্ব।

তিন বছরের মেয়াদ শেষ হতেই সেবি’র বর্তমান চেয়ারম্যান মাধবী পুরী বুচকে পুণর্বহালের সিদ্ধান্ত নিল না কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থ সচিব (finance secretary) এবং রাজস্ব বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডেকে (Tuhin Pandey) ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া-র (SEBI) নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল। বারবার বুচকে বিচার বিভাগের প্রশ্নের মুখে ওঠার কারণেই তার মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত কেন্দ্রের। সেই সঙ্গে সেবি-র মাধ্যমে যে দুর্নীতি কেন্দ্রের বিজেপি সরকার করে চলেছে তাকে ঢাকতেই রাতারাতি নিয়ে আসা হচ্ছে তুহিন পাণ্ডেকে।

বুচের (Madhabi Puri Buch) মেয়াদ শেষ হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত বিদেশি তহবিলে বুচ বিনিয়োগ করেছেন বলে অভিযোগ করেছিল ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। শুধু তাই নয় সেবি-র (SEBI) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। তবে যেটা দেখার বিষয় তা হল, বুচের পূর্বসূরী অজয় ত্যাগী এবং ইউ কে সিনহা, দু’জনেই ৪ এবং ৬ বছর বর্ধিত মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন। তুহিনকান্ত পাণ্ডেকে (Tuhin Pandey) চলতি বছরের জানুয়ারিতেই অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের সচিব পদে নিয়োগ করা হয়েছিল।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version