Friday, December 19, 2025

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর!

Date:

Share post:

সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। সূত্রের খবর,  ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের উপর নজরদারির দায়িত্বে থাকা কনস্টেবল সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন শুক্রবার সকালে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হিমাংশু মাঝি নামে ওই কনস্টেবল। তার বাড়ি বাঁকুড়ায়।

চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল তার। বৃহস্পতিবার রাতে হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে কর্তব্যরত ছিলেন তিনি। সেই অবস্থায় হিমাংশু নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শব্দ শুনে ছুটে যান হাসপাতালে অন্য পুলিশকর্মী ও হাসপাতালের স্টাফরা। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হিমাংশু। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা>৩ মার্চ বিয়ে ছিল হিমাংশুর। বাঁকুড়ায় নিজের দেশের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার থেকেই ছুটি নিয়েছিলেন তিনি। তার আগে এই দুর্ঘটনা। পুলিশের পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না হিমাংশুর। সেক্ষেত্রে কেন এই চরম পদক্ষেপ? খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতালের এক কর্মী বলেন,  গুলির শব্দ শুনে ছুটে গিয়ে দেখি এই কাণ্ড। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রোগী বলেন,  রাতে এক বিকট শব্দ শুনতে পাই। তারপর থেকেই সবাই ছুটোছুটি করছে। শুনেছি পুলিশ কর্মীর গুলি লেগেছে। কী করে এই কাণ্ড বলতে পারব না।  পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান স্থানীয় কাউন্সিলর সমীর সরকার। তিনি বলেন, খবর পাই হাসপাতালে গুলি চলেছে। এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। কী করে এই কাণ্ড তা বলতে পারব না। পুলিশ-প্রশাসন ঘটনার তদন্ত করে দেখুক। ঘটনার তদন্তে হাসপাতালে পৌঁছেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।

spot_img

Related articles

আমেরিকার আকাশে বিমান দুর্ঘটনা,উত্তর ক্যারোলিনায় প্রাইভেট জেট ভেঙে মৃত অন্তত ৭

মার্কিন আকাশ পথে ভয়াবহ দুর্ঘটনা (US plane crash)। উত্তর ক্যারোলিনায় (North Carolina) ভেঙে পড়ল একটি প্রাইভেট জেট। উড়ানের...

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...