Wednesday, May 7, 2025

কর্তব্যরত অবস্থায় সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে হাসপাতালেই আত্মহত্যার চেষ্টা পুলিশকর্মীর!

Date:

সাতসকালে গুলির আওয়াজে কেঁপে উঠল হুগলির চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। সূত্রের খবর,  ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের উপর নজরদারির দায়িত্বে থাকা কনস্টেবল সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মহত্যার চেষ্টা করেন শুক্রবার সকালে। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি হিমাংশু মাঝি নামে ওই কনস্টেবল। তার বাড়ি বাঁকুড়ায়।

চন্দননগর পুলিশ লাইনের র‍্যাফে পোস্টিং ছিল তার। বৃহস্পতিবার রাতে হুগলির ইমামবাড়া হাসপাতালে পুলিশ লকআপে কর্তব্যরত ছিলেন তিনি। সেই অবস্থায় হিমাংশু নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শব্দ শুনে ছুটে যান হাসপাতালে অন্য পুলিশকর্মী ও হাসপাতালের স্টাফরা। তারা দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন হিমাংশু। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসাধীন তিনি।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সার্ভিস রিভলভার থেকে গুলি ছুড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা>৩ মার্চ বিয়ে ছিল হিমাংশুর। বাঁকুড়ায় নিজের দেশের বাড়ি যাওয়ার জন্য শুক্রবার থেকেই ছুটি নিয়েছিলেন তিনি। তার আগে এই দুর্ঘটনা। পুলিশের পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন, ছুটি নিয়ে কোনও সমস্যা ছিল না হিমাংশুর। সেক্ষেত্রে কেন এই চরম পদক্ষেপ? খতিয়ে দেখছে পুলিশ।

হাসপাতালের এক কর্মী বলেন,  গুলির শব্দ শুনে ছুটে গিয়ে দেখি এই কাণ্ড। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই পুলিশকর্মী। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক রোগী বলেন,  রাতে এক বিকট শব্দ শুনতে পাই। তারপর থেকেই সবাই ছুটোছুটি করছে। শুনেছি পুলিশ কর্মীর গুলি লেগেছে। কী করে এই কাণ্ড বলতে পারব না।  পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন খবর শুনে সকালে হাসপাতালে ছুটে যান স্থানীয় কাউন্সিলর সমীর সরকার। তিনি বলেন, খবর পাই হাসপাতালে গুলি চলেছে। এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। কী করে এই কাণ্ড তা বলতে পারব না। পুলিশ-প্রশাসন ঘটনার তদন্ত করে দেখুক। ঘটনার তদন্তে হাসপাতালে পৌঁছেছেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি-সহ উচ্চপদস্থ আধিকারিকরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে।

Related articles

রাষ্ট্রসঙ্ঘের দফতরের বাইরে পাক মিসাইল! প্রত্যাঘাতে ১১ ভারতীয় হত্য়া

অপারেশন সিন্দুর সফল করার পরই পাকিস্তানের প্রত্যাঘাতের আশঙ্কায় একাধিক বৈঠক চলছে ভারতে। অন্যদিকে পাকিস্তানও সীমান্তে আঘাতের পরিমাণ বাড়িয়ে...

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য...

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে...

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের 'অপারেশন সিন্দুর'। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে...
Exit mobile version