Wednesday, November 5, 2025

চুলোয় লগ্নি, চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপি শাসিত মধ্যপ্রদেশে

Date:

রাজ্যের উন্নয়নে মাথাব্যথা নেই। পেটপুজোই আগে। সেজন্য বিজেপিশাসিত রাজ্যের বাণিজ্য সম্মেলনে চরম বিশৃঙ্খলা দেখা দিল। সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। বাংলায় মমমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যখন বিবিবিএসে বিপুল লগ্নি টেনে শিল্পে জোয়ার বইয়ে দেওয়ার বার্তা দিয়েছে, সেখানে বিজেপি-রপাজ্যগুলিতে শিল্প নয়, বিশৃঙ্খলাই সার।

লগ্নি-সম্মেলনে খাবারের প্লেট নিয়ে সবজি ও লুচি নেওয়ার জন্য হুড়োহুড়ি বেঁধেছিল। নকল ব্যবসায়ীরা ফ্রিতে খাবার খাওয়ার জন্য যে দৃশ্যের অবতারণা করল, তা হাসির খোরাক হয়ে উঠল নেট দুনিয়ায়। বাংলার দেখাদেখি বিজেপিশাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে ঘটা করে বসানো হয়েছিল গ্লোবাল বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলনে যে প্রকৃত শিল্পপতিদের থেকে নকলদেরই বেশি ভিড় ছিল তা খাবার নিয়ে কাড়াকাড়িই প্রমাণ করে দিয়েছে। প্রধানমন্ত্রীর যে সম্মেলনের সূচনা করে গিয়েছিলেন, সেখানকার হাল হকিকৎ যে এমন পর্যায়ে পৌঁছতে পারে, তা বিজেপি-রাজ্য বলেই সম্ভব। ভিডিওতে দেখা যাচ্ছে, খাবারের প্লেট নিয়ে দৌড়দৌড়ি করছেন। প্লেট নেওয়ার জন্য কাড়াকাড়ি, তারপর বুফের উপর হামলে পড়ার দৃশ্য একটা শিল্প সম্মেলনে শোভা পায় না। সবথেকে বড় কথা কারও কোনও ভ্রুক্ষেপ নেই ওই বিশৃঙ্খলার পরও।

নেট দুনিয়ায় ওই বেনজির দৃশ্য দেখার পর জনৈক ব্যক্তি লিখেছেন, নকল বিনিয়োগকারীরা বিন্যামূলের খাবারের জন্য ভিড় জমিয়েছে। একজন লেখেন, আমি অনেক সম্মেলনে যোগ দিয়েছি। কিন্তু মধ্যপ্রদেশের গ্লোবাল বিজনেস সামিটের দৃশ্য সত্যিই অবাক করেছে।

আরও পড়ুন- মুখমন্ত্রীর উদ্যোগে স্বনির্ভর বাংলা, রেকর্ড উৎপাদন, রাজ্যে প্রথম পেঁয়াজের সংরক্ষণ

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version