Thursday, November 13, 2025

প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে গ্রেফতারের চেষ্টা, চোপড়ায় স্থানীয়দের সঙ্গে বচসা পুলিশের

Date:

উত্তর ২৪ পরগনার চোপড়ায় (Chopra, North 24 Parganas)প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে অস্ত্র পাচারের অভিযোগে গ্রেফতার করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়তে হল পুলিশকে। শনিবার দুপুরে প্রথমে চোপড়ার চুটিয়াখোর পঞ্চায়েতের প্রাক্তন সদস্য মুজিবর রহমানের (Mujibar Rahman) বাড়ি ঘিরে ফেলে পুলিশ। কিন্তু অভিযুক্ত বাড়ির পিছন দিয়ে বাঁশবন টপকে পুকুরে ঝাঁপ দেয় বলে জানা গেছে। এই খবর জানাজানি হতেই গ্রামবাসী প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে আড়াল করতে পুলিশের উপর চড়াও হয় বলে অভিযোগ। রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মহিলা-সহ ২৭ জনকে আটক করেছে চোপড়া পুলিশ (Chopra Police)।

চোপড়ার কালিকাপুর এলাকার বাসিন্দা মুজিবরের বিরুদ্ধে মাদক ও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগ থাকায় এদিন তাঁকে গ্রেফতার করতে গ্রামে যায় পুলিশ। কিন্তু তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধরে ফেলেন কনস্টেবলরা। কিন্তু গ্রেফতার করতে গেলে স্থানীয় মহিলারা তাঁকে গার্ড দেওয়ার চেষ্টা করছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সুযোগ বুঝে ধানখেত ধরে ছুটতে থাকেন অভিযুক্ত। পুলিশও তাড়া করলেও তাকে আর ধরতে পারেনি। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ইসলামপুর পুলিশ জেলা থেকে বিশাল বাহিনী চোপড়ার থানার আইসি সূরয থাপার নেতৃত্বে ঘটনাস্থলে যায়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সাতাশজনকে আটক করার পাশাপাশি পলাতক প্রাক্তন পঞ্চায়েত সদস্যের খোঁজ চলছে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version