Saturday, November 8, 2025

টাকী বয়েজ স্কুলের হীরক জয়ন্তী বর্ষ, শোভাযাত্রায় পা মেলালেন দিব্যেন্দু- কুণাল

Date:

শহরের অন্যতম বড় শিক্ষা প্রতিষ্ঠান টাকী বয়েজ স্কুলের (G.S.M.S Boys Taki House) হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে শনিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্তমানদের সঙ্গে পা মেলালেন প্রাক্তনীরাও। সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুল প্রাঙ্গণ থেকেই এই প্রভাত ফেরী শুরু হয়। সুকিয়া স্ট্রিট মোড়, মানিকতলা, চালতাবাগান, সিটি কলেজ, মির্জাপুর এলাকা ঘুরে টাকী বয়েজ স্কুলেই অনুষ্ঠান শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh),বিশিষ্ট ক্রীড়াবিদ দিব্যেন্দু বড়ুয়া, ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী-সহ এলাকার বহু বিশিষ্টরা। যাত্রাপথে বিভিন্ন অঞ্চলে টাকী বয়েজকে স্বাগত জানান নাগরিকরা। সরকারি স্কুলের ঘিরে এই বিপুল উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এদিন হলুদের রংমিলান্তিতে সাজানো শোভাযাত্রায় স্কুলের প্রাক্তনী কুণাল ঘোষ বলেন, শিয়ালদহের ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম স্কুল টাকী বয়েজের (এখন ইংলিশ মিডিয়াম হয়েছে) ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে বছরভর অনুষ্ঠান চলছে। শনিবার ১ মার্চ স্কুলের প্রধান শিক্ষিকা স্বাগতা বসাক মল্লিকের উদ্যোগে সব পড়ুয়া, শিক্ষক- শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, প্রাক্তনীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।

কুণাল বলেন, ছয়ের দশকের পাশ করা প্রাক্তনী থেকে সদ্য যারা স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বেরিয়েছেন তাঁরা সকলেই অংশ নিয়েছেন। এটা সত্যিই এক অনন্য অনুভূতি। আগামী ৪ মার্চ হীরক জয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সমাপ্তি। আত্র আগে এদিন নস্টালজিয়ায় ভাসলেন শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকলেই।

Related articles

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির...

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...
Exit mobile version