Friday, January 16, 2026

টলিপাড়ায় নয়া সমীকরণ! পুরনো গিল্ডে ফিরলেন রাহুল- সৃজিতরা, প্রধান উপদেষ্টা স্বরূপ

Date:

Share post:

ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (East India Motion Pictures Association) ঘরে ফিরলেন টলিউড পরিচালকদের একাংশ। পাশে দাঁড়ালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তাহলে কি পরিচালক বনাম ফেডারেশনের দ্বন্দ্ব মিটল? টলিপাড়া বলছে আসলে ‘ঘর ওয়াপসি’ হল ডিরেক্টরদের একাংশের। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শোনা গিয়েছিল ইআইএমপিডিএ-তে (EIMPDA) ফিরতে চান কয়েকজন পরিচালক। তালিকায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অরিন্দম শীল(Arindam Sil), রাহুল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।

গত বছরের অগাস্ট মাস নাগাদ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নিয়ম বহির্ভূত অনৈতিক কাজের জেরে ফেডারেশনের চিঠি যায় পরিচালকের কাছে। তারপরই টলিপাড়ায় ডিরেক্টরদের নতুন গিল্ড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আক্রমণে নামেন। কিন্তু পরবর্তীতে রাহুলের দোষ প্রমাণিত হয় এবং শুটিং বন্ধ থাকার যে জট তৈরি হয়েছিল তা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে মিটে যায়। তারপরেও সভাপতিকে আক্রমণ করতে পিছপা হননি ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। তাঁরা প্রত্যেকেই ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে কিছু মতবিরোধের কারণে সেখান থেকে বেরিয়ে যান। চলতি মাসের মাঝামাঝি শোনা যায়, পুরনো সংগঠনের ফিরতে চেয়ে ইতিমধ্যেই সৃজিত, রাহুল, অরিন্দমসহ একাধিক পরিচালক পুরনো সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন। শনিবার বার্ষিক বৈঠক ডেকে তাঁদের সাদরে ফিরিয়ে নিলেন পুরনো পরিচালক গিল্ডের নতুন কার্যকরী সভাপতি অনুপ সেনগুপ্ত। এই সংগঠনের সভাপতি পদে রয়েছেন বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা। সবথেকে অবাক করার মতো ঘটনা হলো, যে রাহুল (Rahool Mukherjee) ফেডারেশন সভাপতির বিরুদ্ধে গেছিলেন, তিনি আবার সেই পুরনো সংগঠনে ফিরলেন যার নতুন উপদেষ্টা স্বরূপ বিশ্বাস। শোনা যাচ্ছে ফেডারেশন সভাপতি জানিয়ে দিয়েছেন নতুন গিল্ডের সঙ্গে তিনি কোনও কাজ করবেন না। মতবিরোধের কারণে পুরনো গিল্ড থেকে নতুন গিল্ডের জন্ম। সেখান থেকে ১৫ জন পরিচালক ফিরে এসেছেন পুরনো সংগঠনে। এবার কি তাহলে পরিচালকদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু? ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সভাপতি সুব্রত সেনের (Subrata Sen) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

 

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...