Tuesday, November 11, 2025

টলিপাড়ায় নয়া সমীকরণ! পুরনো গিল্ডে ফিরলেন রাহুল- সৃজিতরা, প্রধান উপদেষ্টা স্বরূপ

Date:

Share post:

ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের (East India Motion Pictures Association) ঘরে ফিরলেন টলিউড পরিচালকদের একাংশ। পাশে দাঁড়ালেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। তাহলে কি পরিচালক বনাম ফেডারেশনের দ্বন্দ্ব মিটল? টলিপাড়া বলছে আসলে ‘ঘর ওয়াপসি’ হল ডিরেক্টরদের একাংশের। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই শোনা গিয়েছিল ইআইএমপিডিএ-তে (EIMPDA) ফিরতে চান কয়েকজন পরিচালক। তালিকায় ছিলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji), অরিন্দম শীল(Arindam Sil), রাহুল মুখোপাধ্যায়-সহ আরও অনেকে। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।

গত বছরের অগাস্ট মাস নাগাদ পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের নিয়ম বহির্ভূত অনৈতিক কাজের জেরে ফেডারেশনের চিঠি যায় পরিচালকের কাছে। তারপরই টলিপাড়ায় ডিরেক্টরদের নতুন গিল্ড ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আক্রমণে নামেন। কিন্তু পরবর্তীতে রাহুলের দোষ প্রমাণিত হয় এবং শুটিং বন্ধ থাকার যে জট তৈরি হয়েছিল তা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে মিটে যায়। তারপরেও সভাপতিকে আক্রমণ করতে পিছপা হননি ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। তাঁরা প্রত্যেকেই ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকলেও পরবর্তীতে কিছু মতবিরোধের কারণে সেখান থেকে বেরিয়ে যান। চলতি মাসের মাঝামাঝি শোনা যায়, পুরনো সংগঠনের ফিরতে চেয়ে ইতিমধ্যেই সৃজিত, রাহুল, অরিন্দমসহ একাধিক পরিচালক পুরনো সংগঠনের কাছে আবেদন জানিয়েছেন। শনিবার বার্ষিক বৈঠক ডেকে তাঁদের সাদরে ফিরিয়ে নিলেন পুরনো পরিচালক গিল্ডের নতুন কার্যকরী সভাপতি অনুপ সেনগুপ্ত। এই সংগঠনের সভাপতি পদে রয়েছেন বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা। সবথেকে অবাক করার মতো ঘটনা হলো, যে রাহুল (Rahool Mukherjee) ফেডারেশন সভাপতির বিরুদ্ধে গেছিলেন, তিনি আবার সেই পুরনো সংগঠনে ফিরলেন যার নতুন উপদেষ্টা স্বরূপ বিশ্বাস। শোনা যাচ্ছে ফেডারেশন সভাপতি জানিয়ে দিয়েছেন নতুন গিল্ডের সঙ্গে তিনি কোনও কাজ করবেন না। মতবিরোধের কারণে পুরনো গিল্ড থেকে নতুন গিল্ডের জন্ম। সেখান থেকে ১৫ জন পরিচালক ফিরে এসেছেন পুরনো সংগঠনে। এবার কি তাহলে পরিচালকদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব শুরু? ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার (DAEI) সভাপতি সুব্রত সেনের (Subrata Sen) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই নিয়ে কোন মন্তব্য করতে চাননি।

 

spot_img

Related articles

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...

দিল্লির ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা, গভীর শোক প্রকাশ বাংলার মুখ্যমন্ত্রীর

দিল্লির (Delhi) লালকেল্লার মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ...