Sunday, May 4, 2025

দুর্ভাগ্যজনক! উচ্চমাধ্যমিক পরীক্ষার শুরুতেই বাম-ধর্মঘটে কড়া প্রশাসন

Date:

সোমবার রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার প্রস্তুতিতে রাজ্য প্রশাসন। তার মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) তৈরি করা অশান্তি ঘিরে রাজ্য রাজনীতি উত্তপ্ত করার চেষ্টায় বামেরা। রাজ্যজুড়ে সব বিশ্ববিদ্যালয়ে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। একদিকে যখন পড়ুয়ারা পরীক্ষার জন্য উদ্বিগ্ন, তখন আরেক শ্রেণির পড়ুয়াদের এই আচরণকে দুর্ভাগ্যজনক (unfortunate) দাবি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে। কোনওভাবে রাজ্যের কোনও জায়গায় কোনও ধর্মঘটে পরীক্ষার্থীদের আটকে পড়া দেখলে রাজ্য পুলিশ যে কড়া অবস্থান নেবে স্পষ্ট করে দিলেন এডিজি আইন শৃঙ্খলা (ADG, Law and Order) জাভেদ শামিম ও কলকাতা পুলিশ কমিশনার (CP) মনোজ ভার্মা। অন্যদিকে রাজ্যের শাসকদলের পক্ষ থেকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন করা হয়েছে।

পরীক্ষার্থীদের অসুবিধা করে কোনও রকম রাজনৈতিক কর্মসূচির নামে বেয়াদপি বরদাস্ত করা হবে না বলে এদিন স্পষ্ট করে দেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। তিনি জানান, আগামিকাল ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। কিন্তু রাস্তায় পরীক্ষার্থীদের কোনরকম সমস্যা হলে সে বিষয়ে কড়া হাতে ব্যবস্থা নেবে পুলিশ। সেই সঙ্গে নিশ্চিত করেন, রাস্তায় যথেষ্ট পরিমাণে পুলিশ থাকবে, পডুয়াদের কোনও অসুবিধা হবে না। কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি আছে। রাজনৈতিক কর্মসূচির কারণে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, তার দায়িত্ব পুলিশের। যে সব রাজনৈতিক দল কাল কর্মসূচি রেখেছেন, তাঁরা যেন পড়ুয়াদের কথা মাথায় রাখে। কোনও অবস্ট্রাকশন (obstruction) হলে অ্যাকশন (action) নেওয়া হবে। কোনও অসুবিধায় পড়লে ১০০ নম্বরেও (Dial 100) ডায়াল করতে পারবে উচ্চমাধ্যমিক পড়ুয়ারা।

তবে শহরের কর্মসূচিতে যে বামেরা এখনও কোনও অনুমতি নেয়নি তাও স্পষ্ট করে দেন মনোজ ভার্মা। তিনি বলেন, কোনও রাজনৈতিক সংগঠনই অনুমতি চেয়ে ইমেল (e-mail) করেনি। সোশ্যাল মিডিয়াতেই নানা কর্মসূচির কথা তাঁরা জানতে পারছেন। তবে যেহেতু সোমবার হাজার হাজার ছেলে মেয়ের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, তাই কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ একযোগে পরীক্ষার্থীদের নিরাপত্তায় ময়দানে থাকছে। সেই সঙ্গে কলকাতা পুলিশের তরফে একটি হেল্পলাইন নম্বরও (helpline number) প্রকাশ করা হয়। সেই নম্বর হল, ৯৪৩২৬ ১০০৩৯।

শুধুমাত্র কলকাতা নয়, গোটা রাজ্যের পরীক্ষার্থীদের ধর্মঘট সংক্রান্ত বাধায় রাজ্য পুলিশ প্রস্তুত থাকছে বলে জানান এডিজি আইন শৃঙ্খলা (ADG, Law and Order) জাভেদ শামিম। পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনও সমস্যায় পড়লেই সঙ্গে সঙ্গে স্থানীয় থানা, চোখের সামনে কর্তব্যরত পুলিশকে জানান।

রাজ্যের শাসকদলের পক্ষ থেকেও রাজনৈতিক দলগুলিকে পরীক্ষার সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আবেদন জানানো হয়। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) সতর্ক করেন, কাল থেকে উচ্চমাধ্যমিক। এসএফআই কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। সেই উত্তেজনায় যেন কোনো রাস্তায় অবরোধ বা বাধা না দেয় সিপিএম, নকশালরা। স্কুল/সেন্টারে যাতায়াতে যেন কোনো সমস্যা না হয় পরীক্ষার্থীদের। পুলিশ, প্রশাসন সতর্ক, সক্রিয় থাকবে। কিন্তু সব রাজনৈতিক সংগঠনেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version