Tuesday, November 4, 2025

বিরাট দাপটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত, সেমিফাইনালে অজিদের হারাল ৪ উইকেটে

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল ৪ উইকেটে । ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৮৪ রান করেন তিনি। ব্যাট হাতে দাপট শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়ার।

আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল মহারণ। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ফের জ্বলে উঠলেন বিরাট কোহলি। বিরাট দাপটেই চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে টিম ইন্ডিয়া। ম্যাচে এদিন প্রথমে ব্যাট করে ২৬৪ রান ক্রে অজিরা। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। ভারতের ফাইনালে পৌঁছাতে প্রয়োজন ২৬৫ রান। বল হাতে তিন উইকেট মহম্মদ শামি।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব্যাট করতে নেমে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে দাপট অধিনায়ক স্টিভ স্মিথ এবং অয়ালেক্স ক্যেরির। ৭৩ রান করেন স্মিথ। ক্যেরি করেন ৬১ রান। শামির বলে বোল্ড হন তিনি। ৩৯ রান করেন ট্রাভিস হেড। শূন্যরান করেন কোপার। ২৯ রান করেন লাবুশানে। ১১ রান করেন ইংলিশ। ৭ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের হয়ে তিনটি উইকেট মহম্মদ শামির। দুটি করে উইকেট বরুণ চক্রবর্তী এবং রবিন্দ্র জাদেজার। একটি করে উইকেট হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল ।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় ভারত। সৌজন্যে সেই কোহলি। এক এক করে যখন ব্যাট হাতে ব্যর্থ রোহিত শর্মা, শুভমন গিল। ঠিক তখনই জ্বলে উঠলেন বিরাট। রানের পাহাড় এগিয়ে নিয়ে যান তিনি। ম্যাচে জয় পেলেও, এদিন শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৮ রানে আউট হন শুভমন গিল। ২৮ রান করে আউট হন রোহিত শর্মা। তবে এদিন রেকর্ড গড়েন রোহিত। ভারতীয় দলের অধিনায়কের ব্যাট থেকে মঙ্গলবার এসেছে একটি ছক্কা। তাতেই একটি বিশ্বরেকর্ড গড়েছেন রোহিত। আইসিসির প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন ভারত অধিনায়ক । মঙ্গলবার রোহিত আইসিসির প্রতিযোগিতায় নিজের ৬৫তম ছক্কা মারেন। ভেঙে দেন ক্রিস গেইলের বিশ্বরেকর্ড। এদিকে শ্রেয়স আইয়রকে লড়াই চালান বিরাট কোহলি। ভারতকে জয়ের রাস্তায় নিয়ে যান দুই ব্যাটার। ৪৫ রান করেন শ্রেয়স। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। ৮৪ রান করেন কোহলি। ৪২ রানে অপরাজিত রাহুল। ২৮ রান করেন হার্দিক পান্ডিয়া। অজিদের হয়ে দুটি করে উইকে ইলিস এবং আডাম জাম্পার। একটি করে উইকেট বেন ডরশুস এবং কনোলির।

আরও পড়ুন- ফের ডার্বিতে দাপট মোহনবাগানের, ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version