Friday, August 22, 2025

জেলেনস্কি – ট্রাম্প বচসার জের! ইউক্রেনকে সামরিক সাহায্য বন্ধ আমেরিকার 

Date:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অপমান কিছুতেই ‘হজম’ করে উঠতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Volodymyer Zelenskyy conflict)। এবার ইউক্রেনকে সামরিক সাহায্য পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আমেরিকা। রাশিয়ার সঙ্গে সংঘর্ষ বিরোধী চুক্তিতে রাজি হওয়ার জন্য জেলেনস্কির উপর চাপ সৃষ্টি করতেই এমন সিদ্ধান্ত ট্রাম্প (Donald Trump) প্রশাসনের, মনে করছে কূটনৈতিক মহল। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যদিও এই নিয়ে ইউক্রেনের (Ukraine ) তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনের রাষ্ট্রনেতারা শান্তি ফেরাতে যতদিন না ইতিবাচক মনোভাব দেখাচ্ছেন, ততদিন সামরিক সহায়তা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউস যতই দাবি করুক শান্তি ফেরানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত কিন্তু সে কথা মানতে নারাজ বিশেষজ্ঞরা। সোমবার ট্রাম্প জানিয়েছিলেন এরকম কোনও সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। কিন্তু সম্ভাবনার কথা তিনি উড়িয়েও দেননি। শুধুই কি ইউক্রেন যাতে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে রাজি হয় সেই কারণেই আমেরিকার এমন সিদ্ধান্ত? তৃতীয়বার মসনদে বসার পরই ট্রাম্প ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Ukrain Russia War) নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেন। হোয়াইট হাউসের মিটিংয়ে সমঝোতার পরামর্শ দেওয়া হয় ইউক্রেন প্রেসিডেন্টকে। তিনি তা মানতে রাজি হননি, উল্টে আমেরিকার সঙ্গে সহমত না হওয়ার বিষয়টি তিনি স্পষ্ট করার পরে ব্রিটেনের সাহায্য পেয়েছেন। এই অবস্থায় ইউক্রেনকে সামরিক চাপে রাখতে বড় পদক্ষেপ মার্কিন প্রশাসনের।

Related articles

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...
Exit mobile version