যেকোনো শর্তে খনিজ চুক্তিতে রাজি: মার্কিন সাহায্য বন্ধ হতেই সুর বদল জেলেনস্কির

ইউক্রেন রাষ্ট্রপতি স্পষ্ট করে দেন, খনিজ (minerals) ও নিরাপত্তা নিয়ে যে চুক্তি আমেরিকার চেয়েছে তাতে সই করতে রাজি ইউক্রেন (Ukraine)

শেষ পর্যন্ত জয় হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আগ্রাসী মনোভাবেরই। যে খনিজ (minerals) চুক্তি নিয়ে জটিলতায় হোয়াইট হাউস (White House) থেকে বৈঠক থেকে কার্যত বেরিয়ে এসেছিলেন ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কি (Volodymyr Zelenskyy), সেই চুক্তিতে তিনি রাজি, জানালেন নিজের বার্তায়। মঙ্গলবারই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার সহযোগিতা থামিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়। তারপরেই সুর পাল্টে ফেললেন ইউক্রেন (Ukraine) রাষ্ট্রপতি।

হোয়াইট হাউজের চোখে চোখ রেখে ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কির চ্যালেঞ্জ যে ভালোভাবে নেননি ডোনাল্ড ট্রাম্প তা তিনি আগেই বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু ইউরোপের দেশগুলির সঙ্গে জোট বেঁধে মাথা নোয়ানোর পথে হাটেননি জেলেনস্কি। ফলে কোনভাবেই ইউক্রেনকে আর সহ্য করা হবে না, এমন বার্তাই দেওয়া হয় হোয়াইট হাউজের তরফে। এরপরই রাতারাতি আমেরিকার গুণমুগ্ধ জেলেনস্কি।

সোশ্যাল মিডিয়া বার্তায় ইউক্রেন (Ukraine) রাষ্ট্রপতি জানান, হোয়াইট হাউজে (White House) শুক্রবারের বৈঠক যেভাবে শেষ হয়েছে সেভাবেই শেষ হওয়া উচিত হয়নি। আমরা সেই পরিস্থিতি আবার ঠিক করতে চাই। ভবিষ্যতের সহযোগিতা ও যোগাযোগ আরও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে চাই।

এরপরই ইউক্রেন রাষ্ট্রপতি স্পষ্ট করে দেন, খনিজ (minerals) ও নিরাপত্তা নিয়ে যে চুক্তি আমেরিকার চেয়েছে তাতে সই করতে রাজি ইউক্রেন (Ukraine)। যেকোনো সময়ে, যেকোনো সুবিধা মত ফরম্যাটে সেই চুক্তি সই করবে ইউক্রেন। আর এই চুক্তিকেই ইউক্রেনের নিরাপত্তার প্রথম ধাপ হিসাবে তাঁরা মনে করছেন, বার্তায় জানান জেলেনস্কি।