Sunday, May 11, 2025

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম-অতিবাম সংগঠনের তাণ্ডবের প্রতিবাদে WBCUPA-র ধিক্কার-মিছিল

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম ও অতিবাম সংগঠনের ন্যক্কারজনক হামলার প্রতিবাদে মঙ্গলবার, বিকেলে ধিক্কার মিছিল করল ওয়েবকুপা। যাদবপুর ৮বি বাস স্ট্যান্ড থেকে ঢাকুরিয়া দক্ষিণাপণ পর্যন্ত বিশাল প্রতিবাদ-মিছিল করেন WBCUPA-র সদস্যরা। যেভাবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীদের উপর হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে পথে নামে তৃণমূলের অধ্যাপক সংগঠন। সঙ্গে তৃণমূলের শিক্ষা সেল। 

এর আগে ওয়েবকুপার তরফে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় ওয়েবকুপা। মিছিল থেকে বাম-অতিবাম বিক্ষোভকারীদের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে বামগুন্ডা ও নকশালের আখড়ায় পরিণত হয়েছে, তাতে যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন WBCUPA-র সদস্যরা।

এর আগেও যাদবপুরে (Jadavpur University) একাধিকবার অকারণে নেতা-মন্ত্রী এমনকী রাজ্যপালকেও হেনস্থা করা হয়েছে। সেই ট্রাডিশন সমানে চলছে। এরা চায় অন্য কোনও রাজনৈতিক দল বা অন্য কোনও প্রতিনিধিত্ব যাদবপুরের বুকে থাকবে না। কিন্তু এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ওয়েবকুপা স্পষ্ট করে দিয়েছে, ফের তারা যাদবপুরেই তাদের বার্ষিক অনুষ্ঠান ও সভা করবে। যে চরম ঔদ্ধত্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষাবন্ধুর অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে তারও তীব্র নিন্দা করেছে ওয়েবকুপা। কোনও ছাত্র বা পড়ুয়া এ ধরনের কাজ করতে পারে কি? আদৌ এরা পড়ুয়া কি না বা এদের আসল পরিচয় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

যে ন্যক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে তার বিরুদ্ধে ওয়েবকুপার আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন অধ্যাপক প্রদীপ্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, ওরা ভয় দেখিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে। কিন্তু ওদের এই চেষ্টা ব্যর্থ হবে। এভাবে আমাদের আটকানো যাবে না। যাদবপুরের সুরক্ষার ব্যবস্থা নিয়েও আমরা প্রশ্ন তুলেছি। এই নৈরাজ্যের পরিবেশ বদলাতেই হবে।

spot_img

Related articles

‘বৈভবের ক্রিকেট’, উৎপল সিনহার কলম 

ছাড়ার বল ছাড়োমারার বল মারোএটাই ভদ্রলোকের খেলা ক্রিকেটের আদি আপ্তবাক্য ।এর মানে , ভালো বলকে সম্মান দাও এবং...

সংঘর্ষ বিরতির পর থমথমে জম্মু- কাশ্মীর, সীমান্তবর্তী সব রাজ্যে সতর্কতা

ভারত- পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি (Ceasefire between India Pakistan) আবহে রবিবাসরীয় সকালে থমথমে ভূস্বর্গ। শনিবার রাতে সীমান্তের ওপার...

জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা! আহত কর্তব্যরত সেন্ট্রি  

সংঘর্ষ বিরতি লঙ্ঘনের (Ceasefire Violation)মাঝেই শনিবার রাতে জঙ্গি আক্রমণের কায়দায় জম্মুর নাগরোটা মিলিটারি স্টেশনে হামলার চেষ্টা। ভারতীয় সেনার...

বাংলাদেশে আওয়ামি লিগের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ, ঘোষণা ইউনুস সরকারের

বাংলাদেশে বড় সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী ইউনুস সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিচার প্রক্রিয়া...