Saturday, November 8, 2025

নিউদিল্লি পদপিষ্টের জের! বদলি সেই স্টেশন ডিরেক্টর, ডিআরএমসহ চার

Date:

নিউদিল্লি রেল স্টেশনে মহাকুম্ভের যাত্রীদের পদপিষ্টের (stampede) ঘটনায় মুখ পুড়েছে ট্রিপল ইঞ্জিন সরকারের। রেলের অব্যবস্থাকে নিশানা করেছে দিল্লি পুলিশ থেকে রেল পুলিশও। যদিও রেলের অন্তর্বর্তী তদন্ত কমিটির রিপোর্টে প্রকাশ্যে আসা আটকে রেখেছে রেল কর্তৃপক্ষ। তবে এবার নর্দার্ন রেলওয়ের (Northern Railway) ডিআরএম (DRM) ও এডিআরএম (ADRM), নিউদিল্লি স্টেশনের স্টেশন ডিরেক্টর ও সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজারকে বদলি করল রেল দফতর। প্রায় ২০ দিন আগে যে পদপিষ্টের ঘটনা ঘটেছিল, তা ধামাচাপা দেওয়ার রেলের চেষ্টা ব্যর্থ হওয়ায় শেষে বড় পদক্ষেপ নিতে বাধ্য হল কেন্দ্রের সরকার।

রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নর্দার্ন রেলের ডিআরএম (DRM) সুখবিন্দর সিংকে বদলি করা হল। তবে তাঁকে কোথায় পদ দেওয়া হল তা নিয়ে কিছু জানানো হয়নি। তাঁর জায়গায় নর্দার্ন রেলের ডিআরএম পদে এলেন রূপেশ ত্রিপাঠি। রেলের তরফ থেকে একে রুটিন বদলি দাবি করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে কোনও কারণ দেখানো হয়নি। সেখানেই প্রশ্ন, সুখবিন্দর সিং-এর নর্দার্ন রেলে (Northern Railway) কার্যকালের মেয়াদ এবছরের শেষ পর্যন্ত থাকলেও কেন এত আগে তাকে বদলি করা হল। সেই সঙ্গে তাঁকে কোথাও নতুন পোস্টিং কেন দেওয়া হল না। তবে কী পদপিষ্টের (stampede) ঘটনায় শাস্তি হিসাবে পদ কেড়ে নেওয়া হল, ডিআরএম-এর, উঠেছে প্রশ্ন।

ডিআরএম-এর পাশাপাশি বদল করা হল এডিআরএম-কেও (ADRM)। এডিআরএম বিক্রম সিং রানার নতুন পোস্টিং নিয়েও কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। আদালতে টিকিট বিক্রি নিয়ে ভর্ৎসিত হয়েছিল রেল। যদিও ব্যর্থতা সামনে যাতে না এসে পড়ে তার জন্য গোটা বিষয়টি প্রায় ২০দিন ধরে ধামাচাপা দেওয়া চেষ্টা চলে।

অবশেষে বদলি নিউদিল্লি রেলস্টেশনের ডিরেক্টর (station director) মহেশ যাদবের বদলি। এই স্টেশন ডিরেক্টরের নামেই কার্যত দায় চাপিয়েছিল আরপিএফ। অতিরিক্ত টিকিট বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছিলেন যাদব। সেই সঙ্গে একই সময়ে ত্রুটিপূর্ণভাবে ট্রেনের ঘোষণা করার দায়ও স্টেশন ডিরেক্টরের উপর বর্তায়। সেই সঙ্গে নিউদিল্লির সিনিয়র ডিভিশনার কমার্শিয়াল ম্যানেজার আনন্দ মোহনের বদলির বিজ্ঞপ্তিও জারি হয়। তাঁদের ক্ষেত্রেও কোথায় বদলি করা হল তা জানানো হয়নি। এই বিজ্ঞপ্তিই আরও জোরালো করছে পদপিষ্টের ঘটনার জেরে রেলের সিদ্ধান্তের ঘোষণা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version