বুধবার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান চিতা বাঘের হামলা। সেই হামলায় জখম হলেন এক মহিলা চা শ্রমিক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জখম ওই মহিলার নাম রীতা ইন্দোয়ার (৪৪)। জানা গিয়েছে, প্রতিদিনের মতো চা বাগানে কাজ করছিলেন ওই মহিলা চা শ্রমিক। ঠিক তখনই চা বাগানে কর্মরত ওই মহিলার উপর হামলা চালায় চিতাবাঘটি। মহিলা চিৎকার শুনে আশেপাশে শ্রমিকরা ছুটে আসেন। শ্রমিকদের তাড়া খেয়ে চিতাবাঘটি পালিয়ে যায়। আহত মহিলাকে স্থানীয়রা মহিলাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যান। এই ঘটনায় চা শ্রমিকরা রীতিমতো আতঙ্কিত।

আরও পড়ুন- আয়কর ফাঁকি খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি! কেন্দ্রের চক্রান্তে সরব বিরোধীরা

_

_
_

_

_

_

_

_

_
