বেআইনি বালি উত্তোলন বন্ধ করতে তৎপর রাজ্য! শুরু খাদান নিলামের প্রক্রিয়া

বেআইনি বালি উত্তোলন বন্ধ করতে রাজ্য সরকারের নতুন নীতি অনুযায়ী বালি খাদান নিলামের প্রক্রিয়া শুরু হয়েছে। এপর্যন্ত ১৭০ টির কাছাকাছি বালি খাদানের নিলামের প্রক্রিয়া শেষ হয়েছে বলে রাজ্য খনিজ উন্নয়ন নিগম সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত, চলতি মাসে রাজ্যে আরও ৫০টি বালি খাদান নিলামের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার আনুমানিক এলাকা প্রায় ৭০০ হেক্টর। গত মাসে প্রায় ১৫০টি খাদানের নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে খবর। এই মাসের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে গেলে প্রায় সমস্ত জেলায় চিহ্নিত বালি খাদানের নিলাম প্রক্রিয়া শেষ হবে বলে মনে করা হচ্ছে। তবে তারপরও যদি কোনও জেলায় এমন খাদান পাওয়া যায়, তাহলে তা নিগমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার আমন্ত্রণ, লন্ডনে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_