Thursday, November 13, 2025

আয়কর ফাঁকি খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি! কেন্দ্রের চক্রান্তে সরব বিরোধীরা

Date:

নতুন আয়কর বিলের মাধ্যমে ফের আমজনতার উপরে নজরদারির পরিকল্পনা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন আয়কর বিলে বিভাগীয় আধিকারিকদের প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে কোনও একজন ব্যক্তির ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার একাউন্ট, ডি ম্যাট একাউন্ট, এমনকি ইমেলেও নজরদারি চালাতে পারবেন তাঁরা৷ আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তার তদন্ত করার সময়েই এই অধিকার পাবেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, সাফ জানানো হয়েছে নতুন আয়কর বিলে৷

উল্লেখ্য, আয়কর ফাঁকির তল্লাশির নামে মোদি সরকারের ঘৃণ্য অভিপ্রায় সামনে আসার পরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিরোধী শিবির৷ নতুন আয়কর বিলের নামে দেশের আমজনতার ব্যাক্তিস্বাধীনতার উপরে নজরদারির এই উদ্যোগকে কোনওভাবেই সমর্থন জানানো হবে না, সাফ দাবি জাননো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে প্রথম সিলেক্ট কমিটির বৈঠক৷ এই বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা নতুন আয়কর বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেন৷ দেশের শীর্ষ আদালত যখন গোপনীয়তার অধিকারকে মৌলিক সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে, তখন কিভাবে মোদি সরকার আয়কর ফাঁকির তল্লাশির নামে আমজনতার ব্যক্তিগত জীবনে হানা দিতে পারে, প্রশ্ন তুলতে পারেন বিরোধী শিবিরের সাংসদরা৷ বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই সিলেক্ট কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবারের সিলেক্ট কমিটির বৈঠকে প্রথমে নতুন আয়কর বিল নিয়ে তাদের প্রেজেন্টেশন দিতে পারে বণিকসভা ফিকি এবং সিআইআই৷ এই আয়কর বিলের পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত সিলেক্ট কমিটি কি পদক্ষেপ করে, সেদিকেই লক্ষ রাখছেন তাঁরা, বুধবার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভাবনা রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version