Friday, August 29, 2025

আয়কর ফাঁকি খুঁজতে সোশ্যাল মিডিয়ায় নজরদারি! কেন্দ্রের চক্রান্তে সরব বিরোধীরা

Date:

নতুন আয়কর বিলের মাধ্যমে ফের আমজনতার উপরে নজরদারির পরিকল্পনা করছে মোদি সরকার৷ কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন আয়কর বিলে বিভাগীয় আধিকারিকদের প্রভূত ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে কোনও একজন ব্যক্তির ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার একাউন্ট, ডি ম্যাট একাউন্ট, এমনকি ইমেলেও নজরদারি চালাতে পারবেন তাঁরা৷ আয়কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তার তদন্ত করার সময়েই এই অধিকার পাবেন সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা, সাফ জানানো হয়েছে নতুন আয়কর বিলে৷

উল্লেখ্য, আয়কর ফাঁকির তল্লাশির নামে মোদি সরকারের ঘৃণ্য অভিপ্রায় সামনে আসার পরেই প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিরোধী শিবির৷ নতুন আয়কর বিলের নামে দেশের আমজনতার ব্যাক্তিস্বাধীনতার উপরে নজরদারির এই উদ্যোগকে কোনওভাবেই সমর্থন জানানো হবে না, সাফ দাবি জাননো হয়েছে বিরোধী শিবিরের তরফে৷

সংসদীয় সূত্রের দাবি, বৃহষ্পতি ও শুক্রবার নতুন আয়কর বিল পর্যালোচনার জন্য দিল্লিতে আয়োজিত হবে প্রথম সিলেক্ট কমিটির বৈঠক৷ এই বৈঠকেই বিরোধী শিবিরের সাংসদরা নতুন আয়কর বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে পারেন৷ দেশের শীর্ষ আদালত যখন গোপনীয়তার অধিকারকে মৌলিক সাংবিধানিক অধিকার বলে রায় দিয়েছে, তখন কিভাবে মোদি সরকার আয়কর ফাঁকির তল্লাশির নামে আমজনতার ব্যক্তিগত জীবনে হানা দিতে পারে, প্রশ্ন তুলতে পারেন বিরোধী শিবিরের সাংসদরা৷ বিজেপির সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন এই সিলেক্ট কমিটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণনগরের লোকসভা সাংসদ মহুয়া মৈত্র৷ সূত্রের দাবি, বৃহষ্পতিবারের সিলেক্ট কমিটির বৈঠকে প্রথমে নতুন আয়কর বিল নিয়ে তাদের প্রেজেন্টেশন দিতে পারে বণিকসভা ফিকি এবং সিআইআই৷ এই আয়কর বিলের পর্যালোচনার দায়িত্বপ্রাপ্ত সিলেক্ট কমিটি কি পদক্ষেপ করে, সেদিকেই লক্ষ রাখছেন তাঁরা, বুধবার নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷

আরও পড়ুন- কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ভাবনা রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version