Wednesday, December 17, 2025

শুভেন্দু-সুকান্তর উপর আস্থা নেই, নির্বাচনী রণকৌশল সাজাতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

Share post:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) এখনও এক বছর দেরি আছে কিন্তু তার আগেই ‘বহিরাগত’দের ডেইলি প্যাসেঞ্জারি শুরু। বঙ্গ বিজেপির (Bengal BJP) কাজে আর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল সরকারের একের পর এক জনমুখী প্রকল্পের কারণে জনসমর্থন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। একুশের বিধানসভায় ২১৪ আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার (TMC) । অনেক পিছনে বিজেপি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা ফাঁকা বুলি আওড়ে চলেছেন। বাংলায় পদ্ম ফোটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা তো দূরের কথা বরং এতদিনেও সংগঠনকে মজবুত করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে বাংলায় আসতে হচ্ছে অমিত শাহকে (Amit Shah)। চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসবেন বলে শোনা যাচ্ছে।

ভোটের আগে ‘বহিরাগত’দের বাংলায় আসা নতুন কিছু নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক বা ২০২৪ সালের লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহদের ভোটের আগে বারবার বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখা গেছে। যদিও তাতে লাভ হয়নি। উল্টে গত বিধানসভা নির্বাচনের পর লোকসভায় বাংলায় পদ্মের আসন সংখ্যা কমেছে। এবার আবার বঙ্গ বিজেপির সঠিক নেতৃত্বের অভাব, সংগঠনের অদক্ষতা, শুভেন্দু-সুকান্তর কোন্দল কেন্দ্রীয় বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোটের আগে সেই সব সামাল দেওয়ার চেষ্টায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কলকাতা সফর বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সূচি নির্ধারিত হয়নি।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে একেবারে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বহিরাগতরা নির্বাচনের আগে বাংলায় যতবার আসবে ততই বিজেপির ভোট কমবে, তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। অতীতের বেশ কয়েকটা বিধানসভা-লোকসভা নির্বাচনে সেটাই দেখা গেছে। ফলে অমিত শাহের কলকাতায় আসা নিয়ে কারোর কোনও মাথা ব্যথা নেই।

 

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...