Sunday, August 24, 2025

শুভেন্দু-সুকান্তর উপর আস্থা নেই, নির্বাচনী রণকৌশল সাজাতে রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী!

Date:

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election) এখনও এক বছর দেরি আছে কিন্তু তার আগেই ‘বহিরাগত’দের ডেইলি প্যাসেঞ্জারি শুরু। বঙ্গ বিজেপির (Bengal BJP) কাজে আর ভরসা রাখতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূল সরকারের একের পর এক জনমুখী প্রকল্পের কারণে জনসমর্থন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে। একুশের বিধানসভায় ২১৪ আসন নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার (TMC) । অনেক পিছনে বিজেপি। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা ফাঁকা বুলি আওড়ে চলেছেন। বাংলায় পদ্ম ফোটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা তো দূরের কথা বরং এতদিনেও সংগঠনকে মজবুত করে উঠতে পারেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তাই এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল সাজাতে বাংলায় আসতে হচ্ছে অমিত শাহকে (Amit Shah)। চলতি মাসেই স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসবেন বলে শোনা যাচ্ছে।

ভোটের আগে ‘বহিরাগত’দের বাংলায় আসা নতুন কিছু নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচন হোক বা ২০২৪ সালের লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহদের ভোটের আগে বারবার বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি করতে দেখা গেছে। যদিও তাতে লাভ হয়নি। উল্টে গত বিধানসভা নির্বাচনের পর লোকসভায় বাংলায় পদ্মের আসন সংখ্যা কমেছে। এবার আবার বঙ্গ বিজেপির সঠিক নেতৃত্বের অভাব, সংগঠনের অদক্ষতা, শুভেন্দু-সুকান্তর কোন্দল কেন্দ্রীয় বিজেপির মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভোটের আগে সেই সব সামাল দেওয়ার চেষ্টায় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কলকাতা সফর বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সূচি নির্ধারিত হয়নি।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে একেবারে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, বহিরাগতরা নির্বাচনের আগে বাংলায় যতবার আসবে ততই বিজেপির ভোট কমবে, তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। অতীতের বেশ কয়েকটা বিধানসভা-লোকসভা নির্বাচনে সেটাই দেখা গেছে। ফলে অমিত শাহের কলকাতায় আসা নিয়ে কারোর কোনও মাথা ব্যথা নেই।

 

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version