Sunday, January 11, 2026

মালদহে উচ্চমাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদের মারধর: কলকাতায় তলব দুই স্কুলের পরীক্ষার্থীদের

Date:

Share post:

পরীক্ষাকেন্দ্রের ঢোকার সময় তল্লাশিতে শিক্ষকদের মারধর। রেয়াত করা হয়নি শিক্ষিকাদেরও। অভিযুক্ত পরীক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু সংসদের। সংসদ সভাপতি দাবি করেন, এমন শাস্তি দেওয়া হবে যাতে অন্যত্র কোথাও কোনও পরীক্ষার্থী এই ধরনের কাজ করার সাহস না পায়। দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আপাতত তাদের পরীক্ষা বাতিল (exam cancellation) নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা শেষ হলে তাদের কলকাতায় সংসদের (Higher Secondary Council) দফতরে ডেকে পাঠানো হয়েছে। সেখানেই তাদের শাস্তি ঘোষণা হবে।

মালদহের (Maldah) বৈষ্ণবনগরে পরীক্ষা দিতে আসা উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীরা তল্লাশির ‘প্রতিবাদ’ করে শিক্ষকদের নিগ্রহ করা থেকে মারধর করে বুধবার ইংরাজি পরীক্ষার আগে। এরপরই এই ঘটনায় তদন্ত শুরু করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (HS Council)। চামাগ্রাম হাইস্কুলের ৭ পরীক্ষার্থীকে চিহ্নিত করা হয়। সেই সঙ্গে কামদিতলা হাই মাদ্রাসার ১১ থেকে ১২ পরীক্ষার্থীকে এই ঘটনায় অভিযুক্ত হিসাবে চিহ্নিত করার কাজ চলছে। একটি কমিটি গঠন করে তাঁদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।  আপাতত তারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।

তবে শুধু পরীক্ষার্থী নয়, সংসদ পদক্ষেপ নেবে দুই স্কুলের বিরুদ্ধেও। যে স্কুলে এই ঘটনা, সেই চামাগ্রাম হাই স্কুল ও পরীক্ষার্থীদের আরেক হাই মাদ্রাসাকেও শাস্তির মুখে পড়তে হবে বলে জানিয়েছে সংসদ। প্রাথমিকভাবে অনুমান, দুই স্কুলের ১৮-১৯ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের পথেই যাবে সংসদ।

উচ্চমাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা শেষ ২২ মার্চ। তারপরই এই পরীক্ষার্থীরা কলকাতায় সংসদের দফতরে দেখা করবে। সেখানেই তাদের শাস্তি শোনাবে সংসদ। পরীক্ষার্থীদের কোনও রকম বেনিয়মে জিরো টলারেন্স উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (HS Council), একথা বুধবারেই জানিয়েছিলেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইটাহারের পরীক্ষাকেন্দ্রগুলি পর্যবেক্ষণে যান তিনি। সেখানে তিনি জানান, অভিযুক্ত ছাত্রদের উপর কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে। তাদের আলাদা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...