Friday, December 5, 2025

আরজি করে তিন ঘণ্টা বিনা চিকিৎসায় রোগী, নিশানায় জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য

Date:

Share post:

টানা তিন ঘণ্টা চিকিৎসা পেলেন না রোগী। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে(RG Kar Medical Hospital) বেডেতেই যন্ত্রণায় কাতরাতে থাকল রোগী।মুখ ফিরিয়েও দেখলেন না কোনও চিকিৎসক। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে যাদের দিকে তারা জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্য।ফ্রন্টের সদস্যরা যে চূড়ান্ত কর্মবিমুখ, ফের তার প্রমাণ পাওয়া গেল বুধবার।

জানা গিয়েছে, সুজিত ঘোষ নামে বছর চল্লিশের এক ব্যক্তি বাড়িতে প্রচণ্ড অশান্তির জেরে বিষ খেয়েছিলেন। তড়িঘড়ি তার দিদি গীতা ঘোষ হাড়োয়া থানা থেকে চিকিৎসার জন্য বুধবার বিকেল চারটে নাগাদ আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসেন। রোগীকে আর জি কর মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে এনে প্রথমে কার্ড করেন গীতাদেবী। এদিকে বিকেল চারটেয় কার্ড করার পর সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত রোগী বিনা চিকিৎসায় যন্ত্রণায় ছটফট করছিল। চিকিৎসা করতে এগিয়ে আসেনি কোনও চিকিৎসক। এদিকে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই সময় ডিউটিতে থাকাকালীন মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন ফার্স্ট ইয়ার পিজিটি ডা. সিতীশ।

এই ঘটনায় রোগীর পরিবারের তরফে গীতা ঘোষ জানিয়েছেন যে, অনেকক্ষণ বলার পরেও কোনও চিকিৎসক রাজি হচ্ছিলেন না তার ভাইয়ের চিকিৎসা করাতে। টানা তিন ঘণ্টা চিকিৎসা না পেয়ে রীতিমতো বেডে ছটফট করছিলেন সুজিত ঘোষ। শেষমেশ সাড়ে সাতটা নাগাদ চিকিৎসা শুরু হয়েছে। এদিকে ফার্স্ট ইয়ার পিজিটি ডা. সিতীশ ডিউটিতে ফোনে ব্যস্ত থাকায় তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এমনকি গত বছর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় তরুণের মৃত্যুর ঘটনাতেও নাম উঠেছিল এই ফার্স্ট ইয়ার পিজিটি ডা. সিতীশের। এই ঘটনা প্রকাশ্যে আসতেই, ধামাচাপা দিতে রীতিমতো কোমর বেধে মাঠে নেমেছে  জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা।

অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে জুনিয়র ডক্টর ফ্রন্টের(JUNIOR DOCTOR FRONT) সদস্যরা রোগীর পরিবারকে সাদা কাগজে মুচলেকা দেওয়ার জন্য জোর করতে থাকে। তাদের বলা হয়, সাদা কাগজে লিখে দিন যে, সঠিক সময়ে চিকিৎসা শুরু হয়েছে। পাল্টা গীতা ঘোষ জানান, আমি পড়াশোনা জানি না। কিন্তু তারপরেও কয়েকজন বলে, তারা বয়ান লিখে দিচ্ছে, তাতে যেন রোগীর পরিবার সই বা টিপছাপ দিয়ে দেয়। শুধু তাই নয়, নতুন করে আউটডোর টিকিট ছাপানোর ব্যবস্থা করেন জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যরা যাতে সময় নষ্টের কোনও প্রমাণ না থাকে। এদিকে গোটা ঘটনায় মুখবন্ধ রাখতে মেডিক্যাল অফিসার তাপস প্রামাণিকের ঘরে হুমকি দেন জেডিএফ সদস্য ডা. সীতিশ এবং ডা. রুবেল। যার ফলে ফের স্বাস্থ্য ব্যবস্থায় চিকিৎসকদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত, গত বছর আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই উত্তাল হয়ে উঠেছিল গোটা রাজ্য। বিচারের দাবিতে হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা প্রথম দিন থেকে অবস্থান চালাচ্ছিলেন। সেই সময় চিকিৎসকদের ধর্না অবস্থানের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছিল।কর্মবিরতির ডাক দিয়েছিল জুনিয়র ডক্টর ফ্রন্ট। যার মধ্যে শামিল ছিলেন এই সীতিশও।

 

spot_img

Related articles

সোমেই কোচবিহার সফরে মমতা, প্রশাসনিক বৈঠকের সঙ্গে থাকছে জনসভাও 

আবারও উত্তরে মুখ্যমন্ত্রী। মালদহের গাজোলের সভা থেকে সাফ জানিয়েছিলেন তিনি ভোট চাইতে না বরং মানুষের দুশ্চিন্তা দূর করতে...

মন্ত্রীর ছেলের পাশে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি শাহরুখ-পুত্রের, সমালোচনার মুখে আরিয়ান

মাদক কাণ্ডে বদলে গেছিল জীবন, তাই অভিশপ্ত অধ্যায় কাটাতে কিছুটা সময় নিভৃতে যাপন করেছিলেন বটে কিন্তু বিতর্কের সঙ্গে...

ঘরে বসে বিশ্বকাপ দেখবেন! জল্পনা বাড়ালেন মেসি

বছর ঘুরলেই ফুটবল বিশ্বকাপ। গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারও নামবে ফেভারিটের তকমা নিয়ে। তবে চর্চায় একজনই তিনি লিও মেসি(Messi)।...

প্রযুক্তিগত সমস্যায় রাজ্যে ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়ার গতি শ্লথ

কেন্দ্রের ফতোয়ায় সমস্যায় রাজ্যের ওয়াকফ সম্পত্তির ডিজিটাইজেশন প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী ‘উম্মিদ’ পোর্টালে সমস্ত ওয়াকফ সম্পত্তির রেকর্ড...