Saturday, November 8, 2025

রোগী কোমায়, ICU থেকে বেরিয়ে মধ্যপ্রদেশের হাসপাতালের পর্দাফাঁস যুবকের!

Date:

আইসিইউ-তে (ICU) ভর্তি রোগীকে কোমায় (coma) আচ্ছন্ন বলে পরিবারের থেকে বিপুল টাকা শোষণের অভিযোগ ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে (Madhyapradesh)। সেই রোগীই আইসিইউ থেকে বেরিয়ে এসে প্রমাণ করে দিলেন তিনি সম্পূর্ণ সজ্ঞানেই রয়েছেন। পরে সরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও স্বীকার করে নেয় বেসরকারি হাসপাতালের মিথ্যাচারিতা। তবে নিজেকে সজ্ঞানে থাকার প্রমাণ দিতে যুবক ও তার পরিবারকে রীতিমত হাসপাতালে রঙ্গমঞ্চ তৈরি করতে হয়, যে ভিডিও ভাইরাল (ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) হয় সোশ্যাল মিডিয়ায়।

মধ্যপ্রদেশের রতলামের (Rathlam) মোতিনগরের বাসিন্দা বান্টি মারামারিতে আহত হন। তাকে রতলামের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানে থেকে তাকে ইন্দোরে (Indore) রেফার করা হয়। পরিবার ইন্দোর পর্যন্ত না নিয়ে গিয়ে রতলামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছাতেই চিকিৎসক জানান, বান্টি কোমায় চলে গিয়েছে। তাকে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয়েছে।

এরপরই পরিবারের কাছে ২ লক্ষ টাকা দাবি করে বেসরকারি হাসপাতাল। বান্টির স্ত্রীয়ের কাছে ৪০ হাজার টাকা ছিল। সেই টাকা সে হাসপাতালে জমাও দেয়। কিন্তু তাকে আইসিইউ-তে বান্টিকে দেখতে বাধা দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানেই সন্দেহ জাগে তার মনে। কোনও মতে আইসিইউ-তে (ICU) ঢুকে স্ত্রী দেখে বান্টিকে কয়েকজন কর্মী বেঁধে রেখেছে। স্ত্রীর সাহায্যে অপারেশনের কাঁচি (scissor) দিয়ে ভয় দেখিয়ে কোনওমতে বেরিয়ে আসে বান্টি ও তার স্ত্রী।

এরপরই হাসপাতালের বাইরে হুলুস্থুলু পরিবেশ তৈরি হয়। উপস্থিত ব্যক্তিরা দেখেন ক্যাথিডার পরা, নাকে শ্বাস রাইল্স টিউব ঢোকানো অর্ধনগ্ন এক যুবক ছুটে আসে হাসপাতালের বাইরে। সে চিৎকার করে বলতে থাকে কীভাবে তাকে জোর করে বেঁধে রেখে কোমায় (coma) আচ্ছন্ন বলে দাবি করা হয়। এই ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি মধ্যপ্রদেশ (Madhyapradesh) প্রশাসন। তবে মেডিক্যাল কলেজে বান্টিকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে সে কোমায় আচ্ছন্ন নয়।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version