Saturday, November 8, 2025

জনবহুল স্টেশন থেকে শিশুকন্যা অপহরণ চাঞ্চল্যকর এই ঘটনা হাওড়া প্ল্যাটফর্মে (Howrah Station)। নিত্যদিন রেল বিভ্রাট আর দুর্ঘটনার খবরের মাঝে এবার শিরোনামে শিশু অপহরণের অভিযোগ। কোথায় নিরাপত্তা? কোথায় যাত্রী সুরক্ষা, প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকেই। শোনা যাচ্ছে গত ৫ মার্চ ব্যস্ত হাওড়া স্টেশনে ভিড়ের মাঝখান থেকেই এক শিশু কন্যাকে অপহরণের ঘটনা ঘটেছে (Child girl kidnapped)। বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে হাওড়া জিআরপি (GRP, Howrah)। সন্দেহের আঙুল ‘যাযাবর গোষ্ঠী’র দিকে।

ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়ায় দিনে – রাতে প্রচুর অবৈধ ব্যক্তি প্রবেশ করেন। মুখে নিরাপত্তার কথা বললেও বাস্তবে দেখা যায়, হাওড়া স্টেশনের সাবওয়ে থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত একাধিক চেকিং এর ব্যবস্থা থাকলেও সেগুলোর কোনও কার্যকরী প্রতিফলন নেই। এবার সেই ঘটনার মাশুল দিতে হলো এক শিশুকন্যাকে! জিআরপি (GRP) সূত্রে জানা গেছে যে গত বুধবার (৫ মার্চ) এই ঘটনা ঘটলেও, অপহৃত শিশুটির নিরাপত্তার কথা মাথায় রেখেই এই বিষয়টিকে প্রথমে প্রকাশ্যে আনা হয়নি। রেল পুলিশ সুপার জানিয়েছেন পুরোদমে তদন্ত শুরু হয়েছে। যেখানে প্রত্যেকদিন এত মানুষের সমাগম সেখানে শিশুর এভাবে অপহরণ হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়া স্টেশনের এক রেল কর্মচারী জানান প্রত্যেকদিন বিনা টিকিটে যাতায়াত করা প্রচুর মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে রয়েছে ‘যাযাবর গোষ্ঠী’ও। তারা এর আগেও অনেক বহুমূল্য জিনিস চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার শিশু অপহরণ কাণ্ডে এই যাযাবর গোষ্ঠীর হাত আছে কিনা সে দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে শিশুর নাম এবং তাঁর পরিবারের পরিচয় গোপন রাখা হয়েছে।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version