Tuesday, August 26, 2025

তল্লাশির নামে শিশুর মাথা পায়ে পিষল পুলিশ! বিজেপির রাজস্থানে ‘খুনে’ অভিযুক্ত রক্ষক

Date:

মিথ্যে অপরাধে সংখ্যালঘু নির্যাতন বিজেপির ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে নতুন নয়। পুলিশ রক্ষকের ভূমিকার থেকে বেশি শাসকের হুকুম তামিল করতে যে সাধারণ মানুষের ভক্ষক হিসাবেই মাঠে নামে, তাও বারবার প্রমাণিত। এবার সেই পুলিশের হাতে এক মাসের শিশুর (infant) হত্যার অভিযোগ রাজস্থানের (Rajsathan) আলোয়ারে। ঘটনায় দুই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তাদের বিরুদ্ধে চারদিন ধরে কোনও পদক্ষেপ নেয়নি ডবল ইঞ্জিন রাজস্থান প্রশাসন।

আলোয়ারের (Alwar) নওগাওয়ান থানা এলাকায় সাইবার অপরাধের অভিযোগে ইমরান খান নামে এক দিনমজুরের (daily wage earner) বাড়িতে তল্লাশি করতে যায় স্থানীয় থানার পুলিশ। ভোর ৬টায় তল্লাশি করতে এসে বাড়ির ইমরান ও তার স্ত্রী রজিদা খানকে টেনে বাড়ির বাইরে বের করে দেয় পুলিশ। অভিযোগ, সেই সময় কোনও মহিলা পুলিশ (lady police) ছাড়াই ঘরে ঢোকে পুলিশ ও রজিদার গায়ে হাত দেয়। সেই সময় একমাসের শিশুকন্যা রাজিদার সঙ্গে খাটিয়ায় ঘুমাচ্ছিল। শিশুর (infant) মা তাকে ঘর থেকে বের করে আনতে গেলে পুলিশ (Rajasthan police) কর্মী শিশুর মাথায় পাড়া দিয়ে দেয় বলে অভিযোগ।

পুলিশ বেরিয়ে গেলে শিশুটিকে নিয়ে হাসপাতালে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখানো হয় আলোয়ারের (Alwar) পুলিশ সুপারের বাড়িতে। ঘটনায় পুলিশের (Rajasthan police) খাতায় অভিযুক্ত ইমরানের বাড়ি তল্লাশি করেও দিনমজুরের বাড়ি থেকে কিছু পায়নি পুলিশ। তারপরেও এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে ব্যর্থ রাজস্থানের বিজেপি সরকার। তদন্ত চলার আশ্বাস দিলেও দুই হেড কনস্টেবল ও তিন কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করেই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় পুলিশ।

Related articles

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...
Exit mobile version